Ameen Qudir

Published:
2018-09-19 16:36:05 BdST

ডাক্তারকে কসাই বলে যত সুখ: তার অজান্তে ততই বাড়ে অসুখ


লেখকের ছবি


ডা. জোবায়ের আহমেদ
___________________________

কসাই।।

আমি একজন ডাক্তার। ছোট ডাক্তার, বড় কেউ নয়।সিম্পল এম বি বি এস।বাবা মা এর মুখে হাসি ফোটাতে ও ভাই-বোন কে উন্নত জীবন গড়ে দেওয়ার প্রচেষ্টায় গত ৮ বছর দিন রাত ২৪ ঘন্টার একটা স্ট্রেসফুল কর্মজীবন আমার।
আমার বন্ধু ও স্বজন রা আক্ষেপ করে আমাকে মেশিন ও রোবট ডাকে।
মেশিন এরও রেস্ট লাগে।আমার নেই।
আমার কোন ছুটি নেই,বিনোদন নেই,বেড়ানো নেই।বন্ধুদের সাথে মৌজমাস্তি নেই।
উইকেন্ড নেই।শুধু ই কাজ ও দায়িত্ব।।

ডাক্তার এর পাশাপাশি আমি একজন রুগী।
বলতে পারেন বাজে রুগী।
আমার এন্ড্রোক্রাইনোলজির এক স্যার ডাঃ শাহ এমরান স্যার বলেন,Doctor is the worst patient.
ডায়াবেটিস, হাইপারটেনশন,ডিস্লিপিডেমিয়া,হাইপারউরিসেমিয়া এর মত ক্রনিক রোগে ভোগছি।সাথে ইদানিং মোডিফাইড টিনিয়া ইনফেকশন।
আমি যখন কোন ডাক্তার এর কাছে যাই, তখন Appointment নিয়ে যাই।আমি ডাক্তার এর চেম্বারে সিরিয়াল মেনে নিজেকে দেখাই।কখনো ডাক্তার হিসেবে এক্সট্রা বেনিফিট নেইনি।
আমার কাছে সিরিয়াল ভেঙে দেখানো একটা অমানবিক ব্যাপার মনে হয়। আমার নিজ চেম্বারেও এটা খুব কড়া ভাবে মানি।
একজন মানুষ অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, আমি এসেই হুট করে ডুকে গেলাম তখন কিন্ত সেই রুগী অনেক কষ্ট পান।সবার সময়ের দাম আছে।
আর অপেক্ষার মত বিরক্তিকর কিছু আর নেই।
পাশাপাশি আরেকটা জিনিস আমি সব সময় করি সেটা হল ডাক্তার এর ভিজিট দিতে চাওয়া।আমি ট্রাই করি দিতে।কেউ ভিজিট রাখেন না, কেউ রাখেন।

১৭/০৯/২০১৮ সন্ধ্যার পর দাঁড়িয়ে আছি ইবনে সিনা হসপিটাল এর দুতলায়,একজন ডারমাটোলজিস্ট এর চেম্বারের সামনে।আমার সিরিয়াল সবার শেষে।কয়েকজন ডাক্তার এই প্যাসেজ এ চেম্বার করেন।মানুষের ভীড়।আমি মানুষ দেখতে ব্যস্ত হয়ে গেলাম।

#এক ভদ্রলোক ডাক্তার রা কসাই,কসাই বলে মুখে ফেনা তুলে ফেলছেন।আমি পুরো ব্যাপার টা খেয়াল করলাম।
একটা CBC রিপোর্ট ২ সপ্তাহের ব্যবধানে আবার করতে দিয়েছেন ডাক্তার, তাই কসাই উপাধি উনার প্রাপ্য।
আমার মন টা বিষাদে ভরে গেল।আমিও যে এই কমিউনিটির নগণ্য কেউ।
কিচ্ছুক্ষণ ইতস্তত করে ভদ্রলোক কে গিয়ে বল্লাম,Excuse me,আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম।
উনাকে নিয়ে এক পাশে সরে এসে জানতে চাইলাম কেন উনি ডাক্তার দের কসাই বলছেন।
উনি বল্লেন,আপনি কি ডাক্তার? আমি বল্লাম, না আমিও রুগী। ডাক্তার দেখাতে এসেছি।তখন তিনি একটা MRI এর রিপোর্ট দেখালেন যেখানে ফান্ডিং হল
টিউবারকুলার স্পন্ডাইলোডিস্কাইটিস, সাথে paravertebral abscess. টিবির ঔষধ খাচ্ছেন রুগী।
ফলোয়াপের অংশ হিসেবেই CBC পুনরায় করতে দিয়েছেন ডাক্তার,কমিশন খাওয়ার জন্য নয়।

#বছর দুই আগের কথা।
তখন আমি চারখাই এর আলম টাওয়ার এ Practice করি। ইমার্জেন্সি ও রাত ১২টা থেকে সকাল ৬ টায় পর্যন্ত আমার ভিজিট ছিল ৪০০ টাকা।
এক চাচা উনার ৩৫ বছর বয়স্ক বিদেশ ফেরত ছেলেকে নিয়ে আমার চেম্বারে আসলেন ভোর ৫ টায়।
খুব জ্বর, সাথে মাথা ব্যাথা,সর্দি। Typical viral fever এর পেশেন্ট।আমি শুধু নাপা ট্যাব্লেট ও এন্টিহিস্টামিন দিলাম।সামান্য নাপা ট্যাব্লেট লিখে আমি ৪০০ টাকা ভোর ৫টায় নিয়েছি এটা চাচাজান মানতে নারাজ।
উনি আমার স্টাফ এর সাথে খারাপ আচরন, ডাকাতি কাজ করবার করছি,কসাইখানা খুলে বসেছি, এসব কথামালা উপহার দিয়ে গেলেন।
আমাকে কেউ গালি দিলে আমি হাসিমুখে চুপ করে থাকি।রিয়েক্ট করিনা।
চাচার বাজারে একটা দোকান ছিল।আমি যখন ই উনার দোকানের সামনে দিয়ে যেতাম,উনি চিৎকার করে বলত " ডাকাত বাইর হইছে রে, ডাকাত বাইর হইছে" আমি প্রথম দিন না বুঝলেও পরের দিন থেকে বুঝে গেলাম এটা আমাকেই বলছেন।
আমি শুধু শুনে যেতে লাগলাম।এই দোকান এর সামনে আস্লেই অস্বস্থি লাগত।একটানা ২০ দিন চাচা ডাকাত ডেকে গেলেন।আর আশেপাশে কয়েকজন এর বিরুপ চাহনি।

ঠিক ২ মাস পর একদিন রাত ২ টায় চাচা উনার ছোট ছেলেকে নিয়ে আমার চেম্বারে।খুব অস্থির হয়ে আছেন।
ছেলেটা ব্যাথায় কুকড়িয়ে যাচ্ছিল।একটু পরপর নামাজের সেজদার মত পজিশন এ চলে যাচ্ছে,সাথে বমি।
ঘুম ঘুম চোখে আমি রুগী দেখে ACUTE PANCREATITIS চিন্তা করলাম। পেথেডিন দিলাম ব্যাথার জন্য, সাথে অন্য ঔষধ ত দিলাম ই।

ছেলেটার ব্যাথা কমে যাওয়ার পর যখন শান্ত হল,তখন চাচার চোখেমুখে বিব্রতভাব ভাব ফুটে উঠল।
উনি এসে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরলেন,বল্লেন
" ও, আব্বা,তুমি আমার বাপ,আমার ভুল হইছে, আমাকে মাফ করে দাও রে বাপ।।"
সেদিন উনি আমার কপালে চুমু দিয়েছিলেন।

___________


ডা. জোবায়ের আহমেদ ।সুলেখক। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের ৪২ ব্যাচ।
এবং
Executive Director at Dr.Jobayer Medicare Center
former Resident Medical officer at ড.এম এ রহমান হসপিটাল
Former Intern Doctor at Sylhet MAG Osmani Medical College Hospital
Studied MBBS at Sylhet MAG Osmani Medical College
_________

 

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়