Ameen Qudir

Published:
2018-08-02 16:13:54 BdST

"সবাইকে ষড়যন্ত্রকারী ও বিরোধী ট্যাগ লাগিয়ে দূরে ঠেলে দিবেন না, প্লিজ! "


 


ডা.আতিকুজ্জামান ফিলিপ
_____________________________

কে আপনার পক্ষে আর কে আপনার বিপক্ষে সেটা চিনতে পারাই সবচেয়ে বড় রাজনৈতিক দূরদর্শিতা!
সবাইকে ষড়যন্ত্রকারী ও বিরোধী ট্যাগ লাগিয়ে দূরে ঠেলে দিবেন না, প্লিজ।

ভয়াল সেই পঁচাত্তরের পর দীর্ঘ একুশটি বছর তদানীন্তন শাসকগোষ্ঠীর লাগাতার এ্যান্টি আওয়ামী প্রচার ও প্ররোচনায় আমরা কয়েকটি প্রজন্মকে হারিয়েছি!
তাদেরকে আমরা বঙ্গবন্ধুর আদর্শের পতাকাতলে ভিড়াতে পারিনি!

আর কোন নতুন প্রজন্মকে আমরা হারাতে চাইনা!
সত্যিই হারাতে চাই না।
তাদেরকে এখনই জামাত-বিএনপি ট্যাগ লাগিয়ে দূরে ঠেলে দিবেন না, প্লিজ।

২.

কার শক্তি কতোটুকু সেটা আন্দাজ করতে পারাটাও আরেকটি রাজনৈতিক দূরদর্শিতা।

লণ্ডনী যুবরাজ মি. টেন পার্সেন্ট'র কাঁড়ি কাঁড়ি অবৈধ টাকা আর জামাতি পেট্রো ডলারের বিনিময়ে ভাড়া করে আনা টোকাই পিকেটারদের শক্তি আর এই ছাত্রসমাজের শক্তি এক নয়!
দু'টোকে একই লেভেলের ভাববেন না, প্লিজ।
এই ছাত্রদের শক্তিকে অবহেলা করবেন না, প্লিজ।

সবকালেই সবদেশেই ছাত্রদের শক্তিই সকল শক্তির উর্ধ্বে বিবেচিত হয়!!
_______

 

ছাত্রদেরকেও সতর্ক থাকতে হবে-
তাদের আন্দোলন ততক্ষণ পর্যন্তই আমার মতো আমজনতার সর্বাত্মক সমর্থন পাবে যতক্ষণ পর্যন্ত এর ভিতরে রাজনীতি ঢুকবে না,
যতক্ষণ পর্যন্ত এটি দেশবিরোধী ও স্বাধীনতা বিরোধী চক্রের ফাঁদে পা দিবে না।

ছাত্রদেরকে জানতে হবে-
কখন এবং কোথায় গিয়ে তাদের থামতে হবে।

৩ _________________________

আনন্দের খবরঃ
ঘাতক বাস সার্ভিস 'জাবাল ই নুর'র রুট পার্মিট বাতিল।

আশঙ্কার খবরঃ
কালই হয়তো এই 'জাবাল ই নুর'ই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উৎকোচ দিয়ে নাম পাল্টিয়ে 'ঘাতক ই সড়ক' নামে আবারো রুট পার্মিট নেবে!

 


আনন্দের খবরঃ
খান সাহেব বলেছিলেন,
পদত্যাগে যদি সমাধান হয় তাহলে তিনি পদত্যাগে রাজি আছেন।

আশঙ্কার খবরঃ
আমার কেন জানি আশঙ্কা হয় খান সাহেব পদত্যাগ করলেই বরং দেশে আরো অরাজকতা বাড়বে।
প্রতিশোধের জ্বালা মেটাতে তিনি যে তলে তলে তার পঙ্গপালকে লেলিয়ে এদেশের জনগণ ও সরকারকে জিম্মি করবে না তার কি গ্যারান্টি আছে!


সত্যিকারের আনন্দের খবরঃ
ছাত্রদের এই আন্দোলনকে যৌক্তিক আন্দোলন হিসেবে আখ্যা দিয়েছেন ওবায়দুল কাদের এমপি।
একই কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

প্রধানমন্ত্রীর নির্দেশে সংশ্লিষ্ট সকল মন্ত্রনালয়, পুলিশ প্রধান এবং বাস মালিক সমিতি নেতা, ট্রাক মালিক সমিতি নেতা, শ্রমিক নেতা এবং পরিবহন খাতের সকল স্টেক হোল্ডারদের সমন্বয়ে

সভা অনুষ্ঠিত হয়েছে।

দ্রুততম সময়ের মধ্যে সংশ্লিষ্টদের সমন্বয়ে এই সভা অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে প্রমানিত হয়েছে যে সরকার ছাত্রদের আন্দোলনটি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করছে।

আশা করছি, অচিরেই একটি গ্রহনযোগ্য সমাধান আসবে।

৪_________________________
তোমাদের আন্দোলনের মানবিক স্লোগানগুলো যেমন হৃদয় ছুয়ে যাচ্ছে ঠিক একইভাবে তোমাদের অশ্লীল স্লোগাগুলোও তোমাদের অগ্রজ হিসেবে আমাদেরকে চরম লজ্জাজনক ও বিব্রতকর অবস্থায় ফেলছে!!

মনে রেখো,
ন্যায় দিয়েই অন্যায়কে রুখতে হয়।
শুভ দিয়েই অশুভকে বাঁধ দিতে হয়।
৫___________________________


তাড়াহুড়ো করতে গিয়ে বাচ্চারা 'মুজিব' বানানটা ভুল করে 'মুজি' লিখে ফেলেছে!
বানান ভুল বাচ্চাদেরই হয়!
কিন্তু জাতির জনকের প্রতি তাদের আন্তরিকতা ও ভালোবাসায় কোন খাঁদ নেই বলেই বিশ্বাস করি।

তাদেরকে বিরোধি ট্যাগ দিয়ে প্রজন্মকে দূরে ঠেলবেন না, প্লিজ।

______________________________

 

ডা. আতিকুজ্জামান ফিলিপ
সহ-তথ্য ও গবেষণা সম্পাদক ;স্বাধীনতা চিকিৎসক পরিষদ
যুগ্ম-সাধারণ সম্পাদক;চিকিৎসক পরিষদ, বিএসএমএমইউ।

সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ দিনাজপুর মেডিকেল কলেজ শাখা ,দিনাজপুর।

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়