Ameen Qudir

Published:
2018-04-16 14:58:18 BdST

রেল ষ্টেশনে দেখা মিললো বিশিষ্ট নাক কান গলা রোগ বিশেষজ্ঞের



মাত্র ১০/২০ টাকার বিনিময়ে এই বিশেষজ্ঞ চিকিৎসকদের চিকিৎসা বেশ আয়েশ করেই নিচ্ছেন সেবাগ্রহীতারা। ছবি: লেখক


ডা. কামরুল হাসান সোহেল
________________________________

রেল ষ্টেশনে দেখা মিলে গেল বিশিষ্ট নাক কান গলা রোগ বিশেষজ্ঞের। যারা খুব মনোযোগ দিয়ে কানের চিকিৎসা দিচ্ছেন রুগীদের।মাত্র ১০/২০ টাকার বিনিময়ে এই বিশেষজ্ঞ চিকিৎসকদের চিকিৎসা বেশ আয়েশ করেই নিচ্ছেন সেবাগ্রহীতারা। কান চুলকালে কার না আরাম লাগে? কিন্তু যেই ধাতব যন্ত্র দিয়ে কান পরিষ্কার করে দিচ্ছে তা খুবই রিস্কি কোন কারণে যদি কানের পর্দা (tympanic membrane) ফুটা (rupture) করতে পারে তাহলে সেবাগ্রহীতার জীবন শেষ হয়ে যাবে। কানের পর্দা রিপেয়ার করতে হবে (tympanoplasty) যা মোটামুটি ব্যয়বহুল অপারেশন,কানের পর্দা রিপেয়ার না করা হলে কানের সামনে ঢোল বাজালেও শুনবেনা। এই ধরণের ঘটনা প্রায়ই ঘটে,কানের বারোটা বাজিয়ে তারপর যায় নাক,কান,গলা রোগ বিশেষজ্ঞের কাছে। চিকিৎসককে ভিজিট দিতে হবে বলে চিকিৎসকের পরামর্শ না নিয়ে রাস্তাঘাটে এই ধরণের বিশেষজ্ঞের শরণাপন্ন হন তারা। আমাদের দেশের মানুষের এই অসচেতনতাকে পুঁজি করেই এই ধরনের অপচিকিৎসা দেয়ার সাহস পায় এরা, আর এই চিকিৎসা নিয়ে ভোগান্তিতে পরে রোগী। পরে কিন্তু ঠিকই ভিজিট দিয়ে বড় চিকিৎসক দেখান,অনেক বেশি টাকা খরচ করে রোগের চিকিৎসা করেন।কিন্তু যদি প্রাথমিক অবস্থায়ই চিকিৎসকের পরামর্শ নিত তাহলে ভোগান্তিতেও পরতে হতো না এবং চিকিৎসার ব্যয় ও অনেক কম হতো।

নিজে সচেতন হোন,অন্যকে সচেতন করুন, চিকিৎসকের পরামর্শ নিন প্রাথমিক অবস্থায়ই,
ভোগান্তি থেকে বাচুন, চিকিৎসা ব্যয় রাখুন হাতের মুঠোয়।
_____________________________

ডা. কামরুল হাসান সোহেল
আজীবন সদস্য, স্বাধীনতা চিকিৎসক পরিষদ , কুমিল্লা জেলা।
কার্যকরী সদস্য স্বাধীনতা চিকিৎসক পরিষদ
আজীবন সদস্য,বিএমএ কুমিল্লা।
সেন্ট্রাল কাউন্সিলর, বিএমএ কুমিল্লা

 

 

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়