Ameen Qudir

Published:
2018-03-31 23:11:25 BdST

"জাতীয়" ডাক্তার দিবস! বাংলাদেশে কি এমন কোন দিবস আদৌ আছে?


 

ডা. মুনজেরিন কাজী 

_______________________________

"জাতীয়" ডাক্তার দিবস!
এটি কোন জাতি বা দেশের জন্য প্রযোজ্য তা জেনে তবে সংবাদটা প্রকাশিত হলে
ভাল হতো, তাই "জাতীয়" ডাক্তার দিবস!
এটি কোন জাতি বা দেশের জন্য প্রযোজ্য তা জেনে তবে সংবাদটা প্রকাশিত হলে
ভাল হতো, তাই নয় কি?

৩০ মার্চ;
যা কিনা আমাদের অনেকেই Doctors' Day হিসেবে পালনকেরেছেন।
কিন্তু জানেন কি,
এই দিনটা আসলে শুধুমাত্র আমেরিকায় National Doctors' Day হিসেবে পালিত হয়???
১৮৪২ সালের এইদিনে আমেরিকায় প্রথম General Anaesthesia প্রয়োগ করে সফল
সার্জারি করা হয়; পরবর্তীতে ১৯৯০ সালে President George W. Bush এদিনটিকে
গণআইনের মাধ্যমে সেদেশে NATIONAL DOCTORS' DAY হিসেবে পালনের আদেশ জারি
করেন।

গুটিকয়েক দেশ যাদের এমন একটি দিবস পালনের বিধান আছে তারা হলো ভারত (১
জুলাই), ইরান (২৩ আগষ্ট), কিউবা (৩ ডিসেম্বর), ভিয়েতনাম (২৭ ফেব্রুয়ারী),
নেপাল (২০ ফাল্গুন)।

https://en.wikipedia.org/wiki/National_Doctors%27_Day

কিন্তু বাংলাদেশে কি এমন কোন দিবস আদৌ আছে? এমন কি আন্তর্জাতিক ভাবেও
এধরনের কোন দিবস পালনের উদ্যোগ গ্রহন করা হয়েছে কি কখনও? চিকিৎসকরা কি
এতটাই নিগৃহীত?!?

সাধারণত স্বাস্থ্য সংক্রান্ত আন্তর্জাতিকভাবে পালিত দিবসগুলি বিশ্ব
স্বাস্থ্য সংস্থা (WHO) কর্তৃক নির্ধারিত ও ঘোষিত হয়। যেহেতু স্বাস্থ্য ও
চিকিৎসা মুদ্রার এপিঠ-ওপিঠ, তাই International Doctors' Day পালনের
পরিকল্পনা তাদেরই করা উচিৎ ছিল। কিন্তু আশ্চর্য হলেও সত্যি এই যে, কোনো
আন্তর্জাতিক সংস্থা (এমনকি WHO) এখন পর্যন্ত এমন একটি দিবস উদযাপনের
উদ্যোগ নেয়নি। এটা চিকিৎসকদের প্রতি অবিচার নয় কি?

আমি যতদূর জানি,
কোন আন্তর্জাতিক বা জাতীয় দিবস পালনের জন্য যথাক্রমে কোন আন্তর্জাতিক
সংস্থার বা সরকারের স্বীকৃতির প্রয়োজন। যেমনঃ বিশ্ব শিশু দিবস ২০
নভেম্বর, যা জাতিসংঘ কর্তৃক নির্ধারিত; আবার আমরা জাতির জনকের জন্মদিনে
শিশু দিবস পালন করি ও সরকারি ছুটি উপভোগ করি, যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
সরকার কর্তৃক ঘোষিত। এমনকি আমাদের একুশে ফেব্রুয়ারী বহু বছর ধরে
জাতীয়ভাবে পালিত হয়ে আসলেও আন্তর্জাতিকভাবে পালনের জন্য কিন্তু UNESCO এর
অনুমোদন ঠিকই লেগেছে।
তাই,
আমেরিকার National Doctors' Day কে অনুসরণ নয়, বরং আমাদের উচিৎ নিজস্ব
একটি দিন নির্ধারন করে জাতীয়ভাবে "চিকিৎসক দিবস" পালনের সরকারী ঘোষণার
জন্য দাবি উত্থাপন করা।

যদিও একটি মাত্র দিন আমাদের পেশার প্রতি সম্মান প্রদর্শনের জন্য যথেষ্ট
নয়, কিন্তু এটা ডাক্তারের প্রতি মানুষের মনোভাব পরিবর্তন করতে সামান্য
হলেও সাহায্য করবে।
তাই, আশার আলো জ্বালিয়ে সে মুহূর্তের অপেক্ষায় থাকলাম যখন সমগ্র বিশ্ব না
হোক, অন্তত আমাদের প্রিয় মাতৃভূমি ও সরকার চিকিৎসকদের গুরুত্ব উপলব্ধি
করবে এবং বছরের একটা দিন "জাতীয় চিকিৎসক দিবস" হিসাবে উদযাপনের জন্য
যাবতীয় ব্যবস্থা গ্রহন করবেন।

দ্র: কিছু ভুল বলে থাকলে ক্ষমা-সুন্দর দৃষ্টিতে দেখবেন
___________________________

ডা. মুনজেরিন কাজী
সহকারী রেজিষ্ট্রার (থোরাসিক সার্জারী)
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল, মহাখালি, ঢাকা।

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়