Ameen Qudir

Published:
2018-03-22 19:46:38 BdST

"ক্যাডার বৈষম্য কেন মৌলিক অধিকার পরিপন্থী হবে না "



ডা. বাহারুল আলম
_______________________________

কথা নয়, দাবী নয়, প্রতিকারের লড়াইয়ে অংশীদার হও

*ক্যাডার বৈষম্য কেন মৌলিক অধিকার পরিপন্থী হবে না ?
*চিকিৎসকদের কর্মস্থল কেন সম্পূর্ণ নিরাপদ থাকবে না ?
*কর্মস্থলে লাঞ্ছিত চিকিৎসকের বিষয়ে রাষ্ট্র কেন বাদী হয়ে আদালতে মামলা করবে না? এবং কেন আক্রান্ত চিকিৎসক /স্বাস্থ্যকর্মী পর্যাপ্ত ক্ষতিপূরণ পাবে না ?
*রোগী মৃত্যু ও চিকিৎসা দুর্ঘটনায় সংশ্লিষ্ট চিকিৎসক কেন দায়মুক্তি পাবে না ?
*যে ধারায় চিকিৎসকের বিরুদ্ধে খুনের মামলা হয়, সে ধারা কেন বাতিল হবে না ?
*রোগী চিকিৎসকের আনুপাতিক হারে কেন চিকিৎসকের পদ সৃষ্টি ও নিয়োগ হবে না ?

পর্যায়ক্রমে এরূপ আরও অনেক বিষয়ে আমরা উচ্চ আদালতে যাব। চিকিৎসকদের যে কোন বিষয়ে বিচারিক ও উচ্চ আদালতের যাওয়ার পরামর্শ , তথ্য উপাত্ত ও মতামত প্রদানের পাশাপাশি তহবিল গঠনে অংশীদার হওয়ার আহ্বান জানাচ্ছি। এ লড়াইয়ে সকলকে উদ্বুদ্ধ ও ঐক্যবদ্ধ করার অনুরোধ রইল।
সকলের প্রতি সংগ্রামী অভিবাদন।
___________________________

ডা. বাহারুল আলম। আপোষহীন পেশাজীবি নেতা। লোকসেবী চিকিৎসক।

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়