Ameen Qudir

Published:
2018-03-19 18:02:25 BdST

রামেক ইন্টার্নকে নিয়ে অশালীন মন্তব্যকারীদের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা হল


 

ডা. বাহারুল আলম
____________________________

১৮ মার্চ সাইবার ট্রাইব্যুনাল ঢাকায় ৫৭, ৬৬ ধারায় মামলা হয়েছে তাদের বিরুদ্ধে যারা অশোভন , অশালীন মন্তব্য দিয়ে রাজশাহী মেডিকেল কলেজের ইন্টার্ন নারী চিকিৎসকের মর্যাদাহানি করেছে।

চিকিৎসকদের সকল ক্ষেত্রে (অধিকারহীনতা ও শারীরিক লাঞ্ছনা) আন্দোলনের পাশাপাশি আইনি লড়াই চলবে। আইনের আওতায় আসে এ রূপ কোন বিষয় বা ব্যক্তিকে আমরা আর ছাড় দেব না, প্রচলিত আইনে বিচারের মুখোমুখি করব। এ বিষয়ে সকল চিকিৎসকদের অংশগ্রহণ ও অংশীদারিত্বের আহ্বান জানাচ্ছি।
প্রয়োজনীয় তহবিল গঠনে এগিয়ে আসলে পরবর্তী যে কোন আইনি পদক্ষেপে কালক্ষেপণ হবে না। ওয়েব সাইটে প্রতিদিনের আপডেট দেওয়া হচ্ছে।
নিম্নে অর্থ প্রেরণের ব্যাংক একাউন্ট নং দেওয়া হল।

Bangladesh Medical Association, Khulna A/C_2801103905792001 BRAC BANK LTD KHULNA BRANCH ।

ওয়েবসাইটের ঠিকানা www.bmakhulna.org.bd
........................
অনেকের অনুরোধে তহবিল গঠনের সুবিধার্থে খুলনা বিএমএ-র বিকাশ নং দেওয়া হল-- 01729- 303084 । হিসাব রাখার প্রয়োজনে অর্থ প্রেরণের সাথে সাথে প্রেরণকারীর নাম- ঠিকানা -
Transaction ID সহ বিএমএ খুলনার নম্বরে এসএমএস ও আমার ফেসবুক ইনবক্সে জানানোর অনুরোধ রইল।
_________________________

ডা. বাহারুল আলম। প্রখ্যাত লোকসেবী চিকিৎসক ও পেশাজীবী নেতা।

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়