Ameen Qudir

Published:
2018-03-07 15:52:06 BdST

পশ্চিমবঙ্গের চিত্র :তিনদিনে সাতটিসহ বছরে ৮৩ টি চিকিৎসক নিগ্রহের ঘটনা




ডা. রেজাউল করীম
_________________________

গত তিনদিনে সাতটি ঘটনা সহ বিগত বছরে মোট ৮৩ টি চিকিৎসক নিগ্রহের ঘটনা ঘটেছে। একটি ঘটনাতেও দোষীদের কোন শাস্তি হয় নি। কোন রাজনৈতিক দলের কোন নেতা বা শাসকদলের কোন পদাধিকারী একটি ঘটনারও মৌখিক নিন্দার প্রয়োজনীয়তাও অনুভব করেন নি। রাজ্য আই এম এর মত একটি প্রতিষ্ঠান শাসকদলের অঙ্গুলিনির্দেশে কেন্দ্র বিরোধী আন্দোলন নিয়ে যত মুখর তার একআনা যদি নির্যাতিত চিকিৎসকদের সুরক্ষার দাবিতে করতেন তাহলে অন্তত চিকিৎসকরা এত হতাশাগ্রস্ত হতেন না। ভাবতে অবাক লাগে, যে মুখ্যমন্ত্রী মোদি থেকে মানিক সবার উদ্দেশ্যে নানারকম শ্লেষাত্মক মন্তব্য করছেন, তারা কানাকড়ি যদি আত্মসমালোচনার জন্য করতেন তাহলে বুঝতে পারতেন যে নিয়ন্ত্রিত মৌনতার সিংহভাগ দোষে তিনি নিজেই আক্রান্ত। এই সাতটি ঘটনার একটিতে নির্যাতিত হয়েছেন একজন মহিলা চিকিৎসক-তাঁর সাধের কন্যাশ্রীদের একজন। মনে পড়ে তিনি যখন বিরোধী ছিলেন সত্য-মিথ্যা যেকোন নারী নির্যাতনের ঘটনায় তিনি নিজে কি করতেন! চম্পলা সরদারের নির্যাতনে তার প্রতিক্রিয়া বা লালু আলমের হাতে মার খাওয়া মমতাকে দেখে মানুষ সিপিএমের প্রতি ক্ষুব্ধ হয়েছে। এখন কি হচ্চে তিনি জানেন, নাকি ক্ষমতার মোহে দৃষ্টিশক্তি ক্ষীন হয়ে যায়?
প্রশাসক আর রাজনৈতিক প্রধান একই মানুষের দুটি পৃথক সত্বা। সিপিএম এই সাদা সত্য ২৫ বছরে ভুলেছিল, তিনি গদিতে বসেই ভুলেছেন। কিন্তু চিকিৎসকরা আর চুপ করে বসে থাকবে না। এরপর দেখা হবে মুক্ত রাজপথে, জনতার সরণিতে, গান্ধীর পথে-অনশন, অসহযোগ ও আইন অমান্যে। চিকিৎসকদের এখন মান-সম্মান-খ্যাতি-মর্যাদা সব ধুলোয় লুটিয়ে গেছে-শৃঙ্খল ছাড়া হারানোর কিছু নেই।
__________________________
ডা. রেজাউল করীম ; পশ্চিম বঙ্গের প্রখ্যাত লোকসেবী চিকিৎসক ; লেখক। মানবতাবাদী।

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়