Ameen Qudir

Published:
2018-02-19 18:11:22 BdST

ডা. প্রিয়াংকা না হয়ে নামটা হতে পারত ডা শিরীন সাবিহা তন্বী,হতে পারত ডা সুবর্না ,ডা.ফারজানা


 

 

 

 

ডা. শিরীন সাবিহা তন্বী

 

_______________________

 


ডাঃ মেরী প্রিয়াংকা না হয়ে নামটা হতে পারত ডাঃ শিরীন সাবিহা তন্বী,হতে পারত ডাঃ সুবর্না শারমিন,ডাঃ ফারজানা ইয়াসমিন!
হতেই তো পারত!
অযাচিত ধাক্কা লেগে যেতে পারত কোন সাইকোলজিকালি অসুস্থ,ক্রনিক ডিপ্রেশনের পেশেন্ট এর সাথে।
হতে পারতেন তিনি কোন বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় শিক্ষক,হতে পারতেন কোন প্রিন্ট মিডিয়ার ফেস না চেনা সাংবাদিক।হতে পারত কোন চিত্র পরিচালক,কোন এমপি,কোন মন্ত্রীর পিএ,কোন দুর্নীতিবাজ,কোন ঘুষখোর হনু মনু টাইপ ঘুষখোর সরকারী অফিসার!
কি হতো তাহলে?
তাই হতো যা প্রিয়াংকার ক্ষেত্রে হয়েছে।
প্রিয়াংকার এই প্রতিবাদ এবং সরি বলতে বলার মধ্যে রয়েছে তার আত্মসম্মানবোধের পরিচয়।চিকিৎসক হিসেবে আত্মমর্যাদাবোধ এবং নারী হিসেবে সম্ভ্রমের পরিচয়।এর উত্তরে শুধু সে কেন পৃথিবীর কোন মেয়েই "u fucking girl!do u know who i am?" শুনতে প্রস্তুত থাকবে না।এবং এই অনাকাঙ্খিত অভদ্রতা করলে অনাকাঙ্খিত ঘটনা ঘটবেই।তার দায়ভার ঐ ধাক্কা দেয়া,ফাকিং গাল দেয়া মানুষটির ই।

চিকিৎসকদের মধ্যে পাল্টি খাওয়া কেউ যদি বলে থাকেন,শিক্ষকদের সম্মান দিতে জানি না,তাদের জন্য সমবেদনা।আর তাদের সম্মান দেবার জন্য পরিমল নামক এক ধর্ষক শিক্ষকের কথা মনে পরছে।যান,জেলখানায় সম্মান দিয়ে আসুন।

আর যে সকল চিকিৎসক বুঝেতে পেরেছেন,রাবি র ঐ শিক্ষক অন্যায় আচরন করেছেন এবং বর্তমানে মেয়েটিকে ভয় ভীতি দেখাচ্ছেন আর তার আইনজ্ঞ ছাত্রদের দিয়ে মামলা করবার কুৎসিত ভাবনা ভাবছেন - তারা দৃপ্তকন্ঠে আওয়াজ তুলুন।
ইভটিজার কে শাস্তি দেবার অপরাধে প্রিয়াংকাকে অন্যায়ভাবে শাস্তি পেতে দিবো না।

যে কোন অযাচিত বিপদ এই নব্য চিকিৎসক মেয়েটির হলে আমরা সবাই তার পাশে দাঁড়াব।নারী চিকিৎসকের জন্য ইভটিজিংমুক্ত কর্মস্থল আমরাই গড়ব!

_____________________________

Image may contain: 1 person, smiling, selfie, closeup and outdoor 

 

ডা. শিরিন সাবিহা তন্বী। সুলেখক। বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালেরচিকিৎসা কর্মকর্তা।

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়