Ameen Qudir

Published:
2018-02-18 20:30:13 BdST

অধ্যাপকের ইভটিজিংও প্রোপাগান্ডায় বৈধতা পেলো:কারণ মেয়েটা একজন ডাক্তার


 

 

 

বিস্ময়ের ব্যাপার হল ঈভটিজারদের পক্ষেও এখন প্রবল সমর্থন মেলে। বখাটেকে কিছু বললে আরেকদল বখাটে তাদের পক্ষ নেয়। সংক্ষুব্ধ চিত্তে এ নিয়ে মতামত তুলে ধরেছেন ডা. মিথিলা ফেরদৌস। হতে পারে একদিন আপনার আপন জনের সাথেও এমনটা পারে!আজ তার পক্ষে কথা বলছেন।কাল কি করবেন?

সুধী মহলে ইভটিজিংয়ের পক্ষে বিশাল জনমত গড়ে উঠেছে।মেয়েরাও দেখলাম ইভটিজিত হতে চান।তাদের ভাষা নর্দমার ভাষাকেও হার মানাবে।আচ্ছা নর্দমার চেয়েও কি আর কোন নিম্নস্তর আছে,যেখানে কুরুচিপূর্ণ ভাষা চর্চা হয়?স্টুডেন্টরা তো রীতিমতো গুরুমারা বিদ্যা রপ্ত করে ফেলছে।

এই প্রথম ইভটিজিং ন্যাশনাল পর্যায়ে স্বিকৃতি পেলো।কারণ মেয়েটা একজন ডাক্তার।


ভার্সিটির শিক্ষক থেকে,পান বিড়ির দোকানদার,রাস্তার বখাটে কুলাঙ্গার সবার অধিকার আছে হাসপাতালে ডাক্তার মেয়েদের ইভটিজিং করার।ইভটিজারদের কোন লেভেল নাই,তাই তাদের অধিকার সমান।আর ডাক্তার মেয়েদের উচিৎ এইসব হজম করা।আপনারা ডাক্তার হইছেন মানেই,বন্য জন্তু জানোয়ারদেরও কিছুই বলার অধিকার হারিয়ে ফেলছেন।আপনাদের নিরাপত্তার দায়িত্ব কোন হাসপাতাল কর্তৃপক্ষ নিবে না।আসুন ইভটিজিং হজমের এনজাইম নিজেদের মধ্যে বানায় ফেলি,আর হাসিমুখে সহ্য করি।

ইভটিজারের পক্ষেও মানুষ কথা বলে!!খুব অবাক হলে সত্য তারা সো কল্ড শিক্ষিত।বিভিন্ন জায়গায় দেখতেছি।কারণ বুঝতেছিনা।তেনারা নিজেরাই সেই গোত্রীয় হতে পারে।বা যে মেয়েরা এর পক্ষে বলছে,তাদের কাছে ব্যাপারটা ভাল লাগতে পারে।কিন্তু যারা সাধারণ মানুষ ভেবে দেখুন,আপনার বোন,আপনার মেয়েকে ওই কথাগুলো বললে (ফাকিং গার্ল,ফাক ইউ)আপনার কেমন লাগতো?হতে পারে একদিন আপনার আপন জনের সাথেও এমন হতেই পারে!আজ তার পক্ষে কথা বলছেন।কাল কি করবেন?

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়