Ameen Qudir

Published:
2018-02-17 16:56:20 BdST

এত বেকার ডাক্তার : স্বাস্থ্য সেক্টরকে বাঁচানোর করুণ আকুতি সিনিয়র অধ্যাপকের


 

 

 

অধ্যাপক ডা. মুজিবুল হক

____________________________

খবরে পড়লাম ২০২৬ এ ১ লক্ষ ২৩ হাজার ডাক্তার বেকার থাকবেন।

খুব বিস্ময় মানি কেন "হাদারাম ছাত্র/ ছাত্রীরা , আার তাদের অর্ধশিক্ষিত অভিভাবকেরা"ই সব জেনেও সন্তানকে ডাক্তার বানাবার এই সর্ব নাশা পথ বেছে নিচ্ছেন।

কারণ দরিদ্র এই দেশে এমবিবিএস নামের পশ্চিমা অতিরিক্ত যন্ত্র পাতি নির্ভর , অতিরিক্ত আধুনিক পরীক্ষা নিরীক্ষা নির্ভর এই ধরণের চিকিৎসার ; উপাত্ত সম্বলিত প্রতিষ্ঠান এদেশে না থাকায় , বা এতো খরুচে স্থাপনা আর গড়ে ওঠার সম্ভাবনা ও সুযোগ বড়ই অপ্রতুল।
আর তা না থাকায়,এখনি বা সামনে কোণও দিনও চাকুরীর সম্ভাবনাও আর কোন মতেও নাই।

গত ৫/৭ বছর আগেই ডাক্তারদের চাকরীর , ক্ষেত্র প্রায় শেষ হয়ে গিয়েছে।কোথাও কোনও চাকরী একেবারেই নাই।

শুধু paracetamol আর gastric এর বড়ি বিতরণের জন্যে , গভীর গ্রামে , ম্যাপ খুলে পাওয়াযায় না, এমন ,ভোলা , নোয়াখালীর চরে , এত বিদ্বান ডাক্তারকে posting দেয়া হচ্ছে।

বাস্তবতার বাধ্যবাধকতায় গভীরতম দুঃখের সঙ্গে,অপমানের সঙ্গে, তারা এমন অগম্য ,কাজকম্মহীন স্থানে বাধ্য হয়ে যাচ্ছেন। এর পরে তারা কোথায় যাবেন?

সব জানা সত্ত্বেও গত বছরও ৮২ হাজার ছাত্র / ছাত্রী মেডিকেলে ভর্তির জন্যে পরীক্ষা দেন।

ঠিক এই মুহুর্তে এ দেশে অধিকাংশ নবীন ডাক্তারই বেকার। এমনকি কিছু অভিজ্ঞতা অর্জনের জন্যে বিনামুল্যে কাজ করার জন্যেও ছোট খাটো হাসপাতালের দূয়ারে ঘুরেও এখনই সদ্য পাশ ডাক্তারেরা কাজ পাচ্ছে না।

ভেবে দেখুন , আগামীতে চিকিৎসক হতে ইচ্ছুক, তরুণ / তরুণিরা পাশ করে নিজের/দেশের জন্যে কেন বোঝা হবেন?।

এই সর্বনাশা চক্র , এই আত্ম হনন থেকে বের হয়ে আসতে
আগামী সেশন থেকেই যদি একটাও ছাত্র / ছাত্রী, কিছুতেই, কোনও (বিনা মূল্যের সরকারি কিম্বা প্রচুর টাকা কড়ির প্রাইভেট) মেডিকেল এ ভর্তি' না হন, শুধু তবেই এ আত্ম বিনাশী পথ থেকে তারা বাচতে পারেন ।

আর, নানা পথে গড়ে ওঠা নিম্ন মানের মেডিকেল কলেজ গুলোর অবলুপ্তিও ঘটবে সেই সঙ্গে , বাধ্য হয়ে।

মেধাবি, এই মেডিকেল এ ভর্তি ইচ্ছুকেরা যদি তাদের প্রতিভা ,ধীশক্তি , দেশের কাজে লাগে এমন লাগসই টেকনিক্যাল ধরনের বা দেশের কাজে লাগে এমন কিছুতে লাগান তবে তাদের ও দেশের প্রভুত উপকার হত ।

আর দরিদ্র দেশটির জন্য অবধারিতভাবে সেটাই প্রয়োজন।

_____________________________

অধ্যাপক ডা. মুজিবুল হক । দেশের প্রখ্যাত লোকসেবী চিকিৎসক। সুলেখক ।
FCPS FRCP(uk)DDV(austria)
Skin & Sexul medicine specialist
Popular Dhanmondi 2

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়