Ameen Qudir

Published:
2018-02-14 18:05:40 BdST

ডাক্তারদের ভ্যালেন্টাইন : কেমন চিকিৎসকদের উপলব্ধি !


 



ডাক্তার প্রতিদিন

____________________


ডাক্তারদের ভ্যালেন্টাইন কেমন : কেমন চিকিৎসকদের উপলব্ধি ! ভ্যালেন্টানইনকে কিভাবে মূল্যায়ণ করছেন ডাক্তার-লেখকরা।
আসুন পাঠ করি তাদের লেখা থেকে ।


বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এর কনসালটেন্ট ডা. সরদার আতিক ভ্যালেন্টাইনকে দেখছেন এভাবে । তার ভাষায়_______________

 

 

ডা. সরদার আতিক
__

ভালবাসার জন্য একটি দিনকে আলাদা করুন।

সেইদিন অন্যদিনের তুলনায় একটু বেশী ভালবাসুন। সবদিন ভালবাসলেও এই একদিন হোক অন্যরকম। সেদিন সবার উপরে ভালবাসাকে প্রাধান্য দিন। নিজের জন্য এবং অপরের জন্য।

সেই দিনটা যদি ভ্যালেন্টাইন ডে হয় তো হতে পারে।

এবার নিজেকে প্রশ্ন করুন নিজেকে। আপনার জীবনে তেমন একটা দিন আছে কি?

ভালবাসার সেই দিন হোক বিবাদ মিটিয়ে নেওয়ার দিন। ভালবাসার সেই দিন হোক আরো আরো ভালবাসার দিন।

 

 

Image may contain: 2 people, selfie and closeup

 

জনপ্রিয় কলামিস্ট লেখক চিন্তক ডা. কামরুল হাসান সোহেল বলছেন ভ্যালেন্টাইন নিয়ে তার কথা। তিনি বলছেন,

"কাউকে ভালোবাসলে তাকে বলে দিন প্রত্যাখানের ভয় কে উপেক্ষা করে। ভয় কে জয় করতে না পারলে হয়তো আপনার ভালোবাসাকে ও জয় করতে পারবেন না কোনদিন। আপনার জীবনের প্রথম ভালোবাসা অধরাই থেকে যাবে যদি আপনি প্রত্যাখানের ভয়ে আপনার ভালোবাসার মানুষের কাছে তা প্রকাশ না করেন।
Happy Valentin's Day


"

 

No automatic alt text available.

 


ডা. সিদ্ধার্থ মুখোপাধ্যায় বলছেন,

ভ্যালেন্টাইন -- বনবাসী তাপস -

অভিমান বুঝে নেবে স্বীতধী স্বজন
এই আশায় প্রজ্ঞার কাছে
বরাভয় দুটি বলিষ্ঠ হাত , প্রশস্ত বুকে রাখি মুখ
চোখে চোখ ---
ছেড়ে দিই শরীর নির্ভার , ওষ্ঠ হোক রক্তাক্ত গোলাপ
তাপিত উষ্ণ করো আমাকে
কলাবতী যেমন
আনো বসন্ত , বনবাসী তাপসকুমার ।।


সিদ্ধার্থ মুখোপাধ্যায় --- ১৪/ ০২/

আমি যেদিন এসেছিলুম , অনেক যুগ আগে ---
মনে হয় যেন আমি পর্ণমোচী , এ কথাটিই শুধু আজ জাগে ।

পুরনো যে সম্পর্ক , আজ হচ্ছে জ্বলে ছাই ,
হাত ছেড়ে দাও তার , চলো উঠেই দাঁড়াই।

ফিরবে কি ফিরবে না , তার হাতেই চাবি
চাইছ না কি চাইছ , বুঝতে হবে সবই ।

হচ্ছে হোক ছাই - চলো , ছাইয়ের মধ্যেই খুঁজি
পর্ণমোচী বৃক্ষে এলো কি , নতুন পাতাই বুঝি ।

এইখানে হয় শেষ , আর অন্যটাতে শুরু
বৃষ্টি তুই আসবি নাকি , এই অকালে , করে মেঘের গুরুগুরু ।

চাওয়া র পরে পাওয়া , আর শেষ তা পাওয়ার সাথে
ততক্ষণই বাঁচা - যখন হাত রেখেছিলুম হাতে ।

হাতটা ধরে দাঁড়াও , এসো নতুন শুকনো কাঠ খোঁজো
নিভতে দিওনা চুল্লিটাকে , নতুন আগুন গোঁজো ।।


________________

 

 


ডা. মিথিলা ফেরদৌসের ভ্যালেন্টাইন ২০১৭ গদ্য
____________

প্রতি ভ্যালেন্টাইন এ আলতাফের আমারে একটা সারপ্রাইজ দেবার কিঞ্চিৎ চেস্টা থাকে,যদিও সারপ্রাইজড হবার ক্ষমতা আমার শুন্যের কোঠায়।
এইবারো,সে আমারে নিয়া মার্কেট গিয়ে Archies galary এর সামনে গিয়ে কয়,'তুমি বাইরে থাকবা'।
বলে পিতা পুত্র ভিতরে গেলো।পুত্র যথারীতি খেলানার সামনে আটকায় গেলো,আর পিতা কোন চিপায় গেলো,দেখা যাইতেছিলোনা।পুত্র কিছুক্ষন পর পর,একটা করে খেলনা বাইর করে,আমারে কয়,মা এইটা চাই,আমি কইলাম,কাউন্টারে দাও।গৌরিসেন টাকা দিবে।
৯ মিনিটের মাথায় গৌরিসেন ছিটকে বাইরে এসে,আমারে কয়
--অসম্ভব
---কি হইছে?
--একটা কার্ডের দাম ৩০০০ টাকা
---তোমারে কে কার্ড কিনতে কইছে?(কার্ড এর চেয়ে আমার কাছে ঔষুধ কম্পানির লিটারেচার বেশি,এট্রাক্টিভ আর ইম্ফরমেটিভ মনে হয়)।
উত্তেজিত গৌরিসেন এর বক্তব্য এমন--
তার একখান কার্ড পছন্দ হইছে,দাম জিগাইছে,দোকানদার কইছে ৩০০০টাকা,গৌরি ভাবছে ওখানে কয়েকটা কার্ড আছে,তাই সে দোকানদার কে কইছে,একটা কার্ড দিতে,দোকানদার কইছে,এখানে একটাই কার্ড আছে।গৌরি এর মাথা নস্ট,একটা কার্ড এর দাম ৩০০০ টাকা শুনে,নিজেই সারপ্রাইজ হইছে।দোকানদার কে কইছে,"কার্ড লাগবোনা,রাইখা দেন।"
ভাগ্যভালো আমি গৌরির বউ।আমার কাছে তার লাজশরমের বালাই নাই, তাই কার্ড না নিয়ে চলে আসতে পাড়ছে।
আমার চিন্তা হইতেছে তার জন্যে, যে তার প্রেমিকা বা বিবাহ বহির্ভূত কাউরে নিয়া কার্ড এর দোকানে যাবে,আর তার অবস্থা যদি আমাদের মত মিসকিন টাইপ হয় তার কি হবে?
সবচেয়ে বড় চিন্তা, ছেলে বড় হইতেছে,আর উজাইরা পোলা আমার,যা কিছু কস্টে জমাইছি,২/৩ ভ্যালেন্টাইন এ সব বরবাদ করে দিবে।
তবে আশার কথা,ছেলে আমার মাসাল্লাহ সুন্দর (যদি বাপের দাত না পায়),একটু চোখ কান খোলা রাখতে পারলে ঘর আমার ফুল,কার্ড, চকলেট এ ভরে উঠবে ইন্সাল্লাহ।
(এইটা একটা ফান পোস্ট,এইটা নিয়া বেশি টেনসন নিয়েন না)


____________________

ডা. শফিউর রহমান এক স্ট্যাটাসে জানাচ্ছেন এভাবে __________


১৪ই ফেব্রুয়ারি----ভালোবাসা দিবস !!!!!

চকোলেট খেতে মোটামুটি সবার'ই ভালো লাগে!
চকোলেট থেকেই স্বাদের সৃষ্টি।
কিন্তু অতিরিক্ত স্বাদ পাওয়ার লোভে অধিকাংশরাই মনের অজান্তে মুখে রাখা চকোলেট কে চাবানো শুরু করেন।।
ফলে নির্দিষ্ট সময়ের পূর্বে চকোলেট হাওয়া হয়ে যায়। চকোলেট এর স্বাদের আসল মর্ম টা হারাই আমরা নিয়মের বাহিরে যাওয়ার কারণে।
তখন আমরা আরেকটি চকোলেট চাই- একটিতে মন ভরে না।
ভালো লাগা থেকেই ভালোবাসার সৃষ্টি।
ভালোবাসা চালানো ঠিক চকোলেট খাওয়ার মতোই-
ভালোবাসার ধাপ গুলো ধীরে ধীরে না এগিয়ে একসাথে সব ভালোবাসা পাওয়ার লোভে একটা সময় আমরা
ভালোবাসা থেকে ভালোলাগা'ই হারিয়ে ফেলি এবং একটি ফেলে আরেকটি আশা করি।।

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়