Ameen Qudir

Published:
2016-12-02 23:00:06 BdST

কসাইরা যখন বৃক্ষমানবকে দেয় নতুন জীবন


 

 

                   চিকিৎসার পূর্বের

 

 

 


ডা. নাসিমুন নাহার
____________________________

 বাংলাদেশের ডাক্তারদের আরও
এক সফলতার গল্প ।


বৃক্ষমানব এর কথা মনে আছে আপনাদের ? যার আসল নাম আবুল বাজনাদার। অনেকদিন ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্লাস্টিক সার্জারী ইউনিটে চিকিৎসাধীন।
ডান হাতটা কি দেখতে পাচ্ছেন তার, কেমন স্বাভাবিক হয়ে গেছে!

মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে আর এদেশের তুখোড় ডাক্তারদের চিকিৎসায় নতুন জীবন ফিরে পেল বৃক্ষমানব।

নিজ দেশের ডাক্তারদের এত বড় সাফল্যের কথা কখনোই আসবে না এদেশের মিডিয়াতে ।ব্যাপারটা আসলেই দুঃখজনক।

 

 

চিকিৎসার পরের

___________

 

 

শুধু রোগী মারা গেলেই 'কসাই কসাই' চিৎকার করে নিউজ করলে হবে ??
পার্শ্ববর্তী দেশের হাসপাতাল - ডাক্তারদের বিজ্ঞাপনে পত্রিকা সাজালে হবে ??

ভাবুন- ;বিবেচনায় আনুন-;ভরসা রাখুন নিজ দেশের নিজের চিকিৎসকদের উপরে।
_________________________

 


লেখক ডা. নাসিমুন নাহার। জনপ্রিয় কলামিস্ট।

 

 

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়