Ameen Qudir

Published:
2018-01-16 17:42:58 BdST

মানহীন মেডিকেল কলেজের জন্য কদিন পর ডাক্তারদের কি বেইজ্জতি হবে, ভাবতেই পারি না


 

 

 


ব্যাঙের ছাতার মত মানহীন মেডিকেল কলেজের বিস্তার নিয়ে স্বাস্থ্য সেক্টরের শুভাকাঙ্খীরা সবাই চিন্তিত। এই ব্যাঙের ছাতা মেডিকেল কলেজের কারণে এই জনজরুরি শিক্ষাসেক্টরটি সাধারণ উপজেলা ডিগ্রি কলেজ পর্যায়ে চলে যাচ্ছে। এ নিয়ে সিনিয়র অধ্যাপকগন পর্যালোচনা করছেন । এ পর্যায়ে
অধ্যাপক ডা. মুজিবুল হক এর মূল্যায়ণ তুলে ধরা হল।

অধ্যাপক ডা. মুজিবুল হক
______________________


এখন শুধু আগামীর ছাত্র/ছাত্রী রা, এবং তাদের অভিভাবক বৃন্দ পরের বছর থেকে একেবারেই ভুত ভবিষ্যৎ হীন মেডিকেলে পড়ার/পড়ানোর চেষ্টা ১০০% বন্ধ করলেই, শুধু মান হীন, বা মান সম্পন্ন মেডিকেল গুলো বন্ধ করা সম্ভব।


এখন ই, ১০% ডাক্তার চাকরী পাচ্ছেন না। ৯০% বেকার।এমনকি বেকার ডাক্তারবৃন্দ, শুধু অভিজ্ঞতা বাড়াতে বিনামূল্যের কাজ পর্যন্ত পাচ্ছেন না।

বিসিএস করে নোয়াখালী,ভোলার গভীর চরে, পোস্টিং হলেও সুখী ডাক্তার রা। কি অবস্থায় তাদের আনা হয়েছে।


আর ক দিন পরে তাদের কি যে বেইজ্জতি হবে ভাবতে পারি না। দুনিয়া জুড়ে অবস্থা মোটেই এমন নয়। আামার মেয়ে অস্ট্রেলিয়া থাকে।ডাক্তারি, সেখানে সবচাইতে সন্মানিত পেশা। এদেশে এটা কয়েক বছরে ধ্বংস হয়ে গেলো।

___________________________________

অধ্যাপক ডা. মুজিবুল হক । দেশের প্রখ্যাত লোকসেবী চিকিৎসক। সুলেখক ।
FCPS FRCP(uk)DDV(austria)
Skin & Sexul medicine specialist
Popular Dhanmondi 2

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়