Ameen Qudir

Published:
2018-01-04 15:53:37 BdST

স্বাস্থ্য ক্যাডারের গ্রেড বিন্যাস নিম্নরুপ হওয়া উচিৎ : কিছু প্রস্তাব


 

 

 

 

এটি একজন স্বাস্থ্যসেক্টর সচেতনের প্রস্তাবনা। তিনি বলছেন, লেখায় ভুল থাকতে পারে,ভুল থাকলে সংশোধন করে দিবেন, উন্মুক্ত আলোচনার জন্য দেয়া হল। দয়া করে কেউ আজেবাজে কমেন্ট করবেন না।

 

 

 


ডা. কামরুল হাসান সোহেল
_____________________________

 

স্বাস্থ্য ক্যাডারের গ্রেড বিন্যাস নিম্নরুপ হওয়া উচিৎ :

#মেডিক্যাল অফিসার (৯ম গ্রেড): চাকুরির শুরুতে

#সিনিয়র মেডিক্যাল অফিসার (৮ম গ্রেড): ৩ বছর পর

#চীফ মেডিক্যাল অফিসার/আরএমও (৭ম গ্রেড): ৫ বছর পর

#ইউএইচএফপিও/জুনিয়র কনসালটেন্ট/ডিসিএস/সহকারী অধ্যাপক: (৬ষ্ঠ গ্রেড)

#সিভিল সার্জন/এসিস্ট্যান্ট ডিরেক্টর/সিনিয়র কনসালটেন্ট: (৫ম গ্রেড)

#সহযোগী অধ্যাপক: (৪র্থ গ্রেড)

#ডিডি/ ডিজি এডমিন /অধ্যাপক: (৩য় গ্রেড)

#অধ্যক্ষ/হাসপাতাল পরিচালক/লাইন ডাইরেক্টর/ অতিরিক্ত মহাপরিচালক (স্বাস্থ্য): (২য় গ্রেড)

#সিনিয়র অধ্যাপক/মহাপরিচালক (স্বাস্থ্য):(১ম গ্রেড)

সিনিয়র অধ্যাপক পদ সৃজন করতে হবে, তা হবে গ্রেড ১ এর।

জেলা পর্যায়ে ডিসিএস পদ সংখ্যা বাড়াতে হবে, যেমন:
#ডিসিএস(এডমিন)
#ডিসিএস( প্রাইভেট হসপিটাল,ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার সুপারভিশন)
#ডিসিএস( কমিউনিটি ক্লিনিক সুপারভিশন)
#ডিসিএস (উপজেলা হেলথ কমপ্লেক্স কো-অরডিনেশন)

স্বাস্থ্য ক্যাডারের যারা টিচিং প্রফেশনে যাবে তাদের ধারাক্রম হতে পারে নিম্নরূপ :
#এসিস্টেন্ট রেজিস্টার
#রেজিস্টার /সিএ
#আরপি/আর এস
#এসিস্টেন্ট প্রফেসর।

যারা টিচিং প্রফেশনে যাবেন তাদের সবাইকে ভাল টিচার হওয়ার জন্য টিচিং মেথডোলজির উপর ট্রেনিং নেয়া বাধ্যতামূলক করা উচিৎ।

স্বাস্থ্য ক্যাডারে পদোন্নতি নীতিমালার আধুনিকায়ন ও সহজ করতে হবে,অন্য ক্যাডারের সাথে বৈষম্য দূর করতে হবে, সমতা আনতে হবে।


(বি:দ্র: লেখায় ভুল থাকতে পারে,ভুল থাকলে সংশোধন করে দিবেন, উন্মুক্ত আলোচনার জন্য দেয়া হল। দয়া করে কেউ আজেবাজে কমেন্ট করবেন না।)

______________________________


ডা. কামরুল হাসান সোহেল

 

আজীবন সদস্য, স্বাধীনতা চিকিৎসক পরিষদ , কুমিল্লা জেলা।
কার্যকরী সদস্য স্বাধীনতা চিকিৎসক পরিষদ
আজীবন সদস্য,বিএমএ কুমিল্লা।
সেন্ট্রাল কাউন্সিলর, বিএমএ কুমিল্লা

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়