Ameen Qudir

Published:
2017-12-13 16:08:38 BdST

হাইকোর্টের প্রত্যাশিত রায়ের পর ডাক্তারদের যা করণীয়


 

 

 

 

 

 

 

 

 

 

প্রফেসর ডা. তাজুল ইসলাম
সোশাল সাইকিয়াট্রিস্ট
অধ্যাপক ও বিভাগীয় প্রধান
কমিউনিটি এন্ড সোশাল সাইকিয়াট্রি বিভাগ
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল,ঢাকা
__________________________


এরকম রায় প্রত্যাশিত ছিল।ডাক্তার সমাজ নিশ্চয় খুশি। তবে মনে রাখতে হবে এটি আমাদের নিজস্ব কোন অর্জন নয়।

অপরিনামদর্শী,অহঙ্কারী,ক্ষমতার অপব্যবহারে অভ্যস্ত প্রশাসন ক্যাডারদের অবিমৃষ্যকারিতার ফলাফল এটি।বিচার বিভাগ স্বতপ্রোনিত হয়ে এটি করেছে মোবাইল কোটের অপব্যবহার রোধ কল্পে।তবে ডাক্তারদের এ থেকে শিক্ষনীয় হচ্ছে এই যে :
একতার কোন বিকল্প নেই;
অধিকার আদায়ে নেতা নির্ভর না হলে ও চলবে;
রাজনীতিবিদ, সংবাদ মাধ্যম,বিচার বিভাগকে আমাদের পক্ষে রাখার কৌশল জানতে হবে;
সর্বোপরি কোন অন্যায়,অবিচার, অসম্মানকে হজম করে মেরুদন্ডহীন প্রানী না হয়ে প্রজ্ঞা সাহস ও লড়াকু মনোভাব নিয়ে নিজেদের অধিকার ছিনিয়ে নিতে হবে

 

এটি নিশ্চয় আমাদের বিজয়।আমরা আনন্দিত।যারা পরোক্ষ, প্রত্যক্ষ ভাবে এই অসম্মানের বিরুদ্ধে সোচ্চার ছিলেন সবাইকে অভিনন্দন ।


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়