Ameen Qudir

Published:
2017-11-16 17:47:48 BdST

সারা দুনিয়ায় বাংলাদেশের মত সস্তায় সুচিকিৎসা কল্পনাও করা যায় না






অধ্যাপক ডা. মুজিবুল হক

________________________________

 

বিলাতে সাধারণ অসুখ বিসুখ হলে বিপদ। গড় ১৫ দিন লাগবে এমবিবিএস
ধরনের একজন জেনারেল প্র্যাকটিশনার দেখাতে।

বিলাতে বিশেষজ্ঞডাক্তার দেখাতে চাইলে বাংলাদেশের মত যে কোনও দিন দেখান যায়।
তবে কড়ি গুনতে হয় অকল্পনীয় । প্রথম ভিজিট ৩০০০০ টাকা। নামি বিশেষজ্ঞ হলে ৫০০ পাউন্ড, মানে ৫০/৬০ হাজার টাকা।(এ দেশে ১৫০০ টাকা)

আমার মেয়ে বিলাতের নাগরিক। তার স্বামী এর পিত্তে পাথর ধরতেই GP র, লাগে ৬ মাস।এর পর গেলেই প্রতিবার শুধু paracetamol. বিশেষজ্ঞের কাছে রেফার করে না।

 

নিজে দেখাতে, investigation করাতে কয়েক লাখ গেছে। USG করাতেই ১৫০০০০ ( ঢাকায় ২/৩ হাজার। একই মেশিন।
ঠিক করেছে, দেশেই operation করাবে।

সারা দুনিয়ায় বাংলাদেশ, ভারতের মত সস্তায় সুচিকিৎসা কল্পনা করা যায় না।


ভারতে মধ্যবিত্ত ৩ পুরুষের।আমাদের চেয়ে তাদের এগিয়ে থাকা স্বাভাবিক ।

বাংলাদেশীরাও খুব মেধাবী। BSMMU( আগের PG) হাসপাতালে, ৫০০টি কিডনি দান/গ্রহনের((transplant) জটিল operation এর সবগুলোই সফল হয়েছে। খুবই কম পয়সায়।

অতিরিক্ত জনসংখ্যা, স্বাস্থ্যখাতে লো-বাজেট, ডাক্তারদের ওপর অতিরিক্ত কাজের চাপ ( ঢাকা মেডিকেল এ ২৬ শবেডে এ সর্বদা ৪৫০০ এর বেশী রুগী, সারা দেশেই এরকম অসম্ভব অবস্থা ।


অকল্পনীয় ক্লান্তিকর কাজ (সপ্তাহে শুধু ডাঃদেরই একদিন ছুটি, , এ দেশেই সকল চাকরিরত দের, ২ দিন।,( সারাটি দুনিয়াতে প্রয়োজন থাকলে বেশী টাকায় বদলী দেয়া হয়,কিন্ত ডাঃ এর ছুটি ২ দিন ), health delivery ব্যবস্থাকে অস্থীর/অসম্ভব করে রেখেছে।

বিদেশের সঙ্গে তুলনায় এদেশের কমমুল্যের
চিকিৎসা সুবিধা জনগনের কাছে আরেকটু আদৃত হওয়া কাম্য ছিল।

এত অসম্ভবের মধ্যে, এত কষ্টের মাঝেও এদেশের ডাক্তারদের অবদান এর যুক্তিযুক্ত প্রশংসা , করলেও কিছুটা শ্লাঘা অনুভূত হত।

__________________________________

লেখক অধ্যাপক ডা. মুজিবুল হক । দেশের প্রখ্যাত লোকসেবী চিকিৎসক। সুলেখক ।
FCPS FRCP(uk)DDV(austria)
Skin & Sexul medicine specialist
Popular Dhanmondi 2

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়