Ameen Qudir

Published:
2017-10-07 16:06:06 BdST

ডাক্তারকে ঠাস ঠাস ঠাস থাপ্পর




 

অধ্যাপক ডা. অনির্বান বিশ্বাস

__________________________________


ডাক্তারঃ সাহস থাকলে একটা থাপ্পর দিয়ে দেখ।
পেশেন্ট পার্টি কর্তৃক (অতঃপর).. ঠাস্ ঠাস্ !!
ডাক্তারঃ তোর ভাগ্য ভাল থাপ্পরটা আমার গালে পড়েনি,কাঁধে পড়েছে,নয়ত দেখতি !
পেশেন্ট পার্টি (অতঃপর)..ঠাস্ ঠাস্ ঠাস্ !!
ডাক্তারঃ যা: থাপ্পরটা বাম গালে দিলি,ডান গালে দিলে বুঝতি।
পেশেন্ট পার্টি (অতঃপর).. ঠাস্ ঠাস্ চপাট চপাট !!
ডাক্তারঃথাপ্পরটা আমার চোখে লাগেনি,লাগলে বুঝতি ঠ্যালা কারে কয়।
পেশেন্ট পার্টি (অতঃপর) ঠাস্ ঠাস্,চপাট চপাট,গুম্ গুম্ !
ডাক্তারঃ তোর ভাগ্যের তারিফ করতে হয়,তোর থাপ্পরে আমার চোখ কানা হয়নি,ভয়ে পেয়েছিস যদি মারি
(..............এই ভাবে আমরাও নীরবে থাপ্পর খাচ্ছি,.................)


__________________________________


- অধ্যাপক ডা. অনির্বান বিশ্বাস । কবি, সুচিন্তক। কলকাতার প্রখ্যাত লোকসেবী চিকিৎসক।

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়