Ameen Qudir

Published:
2017-09-23 17:00:27 BdST

১০৫ টা মেডিকেল থেকে বছরে ১০০০০ ডাক্তার বেরুচ্ছেন


 



অধ্যাপক ডা. মুজিবুল হক
___________________________


এ দেশে ১০৫ টা মেডিকেল থেকে বছরে ১০০০০ ডাক্তার বেরুচ্ছেন। ১০% এরও চাকরী নাই। শুধু ভর্তি বানিজ্যের জন্যে সব সরকারের আমলেই, বাবসায়ীরা, রাজনীতিবিদ / চিকিৎসক প্রতিনিধিদের, সহায়তায় অজপাড়াগাঁয়েও মেডিকাল কলেজ বানাবার অনুমতি পাচ্ছে ।

 

পশ্চিম বাংলাতে ( অধুনা বাংলা) ১৯৪৭ এ মেডিকেল ছিলো মাত্র ৯টা, এখন ১৭টা।সিঙ্গাপুরে ৩টা। যদি তারা ২০ টিবানাতো, তাহলেও ছাত্র উপচে পড়ত।

আর নিজ সন্তানের ভবিষ্যৎ নিয়ে বেখবর,দায় দায়িত্ব হীন মা/বাবার চাপে এ বছরও দেশে ৫২০০০ ছাত্র/ ছাত্রী মেডিকেলে ভর্তির জন্যে দরখাস্ত করেছে। এদের ভবিষ্যৎ শূণ্য জেনেও তারা ভর্তি হবেই। এত অতিরিক্ত সংখ্যার কারনেই ডাক্তারদের এই অবমুল্যায়ন। এটা থামাবে কে?

______________________________

লেখক অধ্যাপক ডা. মুজিবুল হক । দেশের প্রখ্যাত লোকসেবী চিকিৎসক। সুলেখক ।
FCPS FRCP(uk)DDV(austria)
Skin & Sexul medicine specialist
Popular Dhanmondi 2

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়