Ameen Qudir

Published:
2017-09-05 17:00:22 BdST

পশ্চিম বঙ্গ : ছমাসে ৩৭ টি ঘটনায় চিকিৎসকরা আক্রান্ত, রক্তাক্ত


 

 

 

 

ডা. রেজাউল করীম

__________________________________


গত ছমাসে ৩৭ টি ঘটনায় চিকিৎসকরা আক্রান্ত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন। তার মধ্যে ২১ টি ঘটনা ঘটেছে সরকারী হাসপাতালে। বস্তুত: ডেবরার ঘটনা রাজ্যের মুখে চুনকালী দিয়েছে। গত ছ মাসে একের পর গনকনভেনশন, পথসভা, মিছিল করে সরকারের দৃষ্টি আকর্ষন করা হয়েছে। মুখ্যমন্ত্রীকে দুবার চিঠি দেওয়া হয়েছে, পুলিশের সর্বোচ্চ কর্তাকেও একাধিকবার লেখা হয়েছে। কোন লাভ হয় নি। অবশেষে সি এম আর আই ঘটনার পরিপ্রেক্ষিতে চিকিৎসকদের একদিন আউটডোর বয়কট। গত ১ লা সেপ্টেম্বর মেডিকেল কলেজে একজন চিকিৎসকের অনশনের পর নাকি সরকারের যোগনিদ্রা ভঙ্গ হয়েছে। মঙ্গলবারের মধ্যে সমস্ত অপরাধীদের ধরা হবে। খুব ভাল কথা। অনির্বানের অনশনের শিখা অনির্বান থাক। শুধু চিকিৎসকদের দাবী-দাওয়াগুলো আরেকবার জানিয়ে রাখি-
১। মেডিকেয়ার আইন ২০০৯ অনুসারে চিকিৎসক হামলায় জড়িত সবার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করতে হবে
২। হাসপাতালে হামলার ৩৭টি ঘটনার অভিযুক্তদের মঙ্গলবারের মধ্যে গ্রেফতার করতে হবে।
৩। ডেবরার ঘটনার অপরাধীদের শাস্তি দিতে হবে। স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুসারে আক্রান্ত চিকিৎসকেই আসামীর কাঠগডায় দাঁড় করানো হয়েছে। এই মানবাধিকার লঙ্ঘনের ঘটনাকে লঘু করার চেষ্টা অত্যন্ত নিন্দনীয়। সরকার উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটির মাধ্যমে এই ঘটনার উপযুক্ত তদন্ত করে দোষীদের শাস্তি দিক।
আশা করি মঙ্গলবারের মধ্যে এই দাবীগুলি পূর্ন হবে।

_____________________________

ডা. রেজাউল করীম , কবি , কথা সাহিত্যিক। চিন্তক।

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়