Ameen Qudir

Published:
2017-08-24 16:42:38 BdST

ভিজিট ৫০ হাজার টাকা হলেও চিকিৎসা এদেশেও যা; লন্ডনেও তা!






 

ডা. সাজ্জাদ হোসেন ,  M.R.C.P (U.K) 

________________________________


আমার চেমবারে কদিন আগে আমার সামনে এক ভদ্র মহিলা বসেছিলেন তিনি সপ্তাহ আগে লন্ডন থেকে দেশে এসেছেন।


এখানে ই তার বাবার বাড়ি , শ্বশুরবাড়ি ।
উনি লন্ডনের সিটিজেনশিপ পেযেছেন অনেকদিন হলো।
সিলেট শহরের প্রায় সিলেটির বাসা বা কাজের জাযগা হলো লন্ডন ।
ওদের কাছে লন্ডন যাওয়া আর এদেশের কোনও হোটেলে নাসতা খাওয়া এক ই কথা
আগে লোকজন বলত বিলাত ফেরত।
মানুষ জন অবাক চোখে এদের দেখত।
এরা কি করে , কি পরে , কি খায সবকিছুতেই লোকজন অবাক হয়ে তাকিয়ে থাকত।
দিনকাল পালটেছে।


তো আমার কাছে এসেছেন আমাকে দেখাতে।
কথা টা অবশ্য ঠিক নয়।
উনি মাথার একটা সিটি scan করাবেন ।
উনার প্রায পাচবছর থেকে মাথায় ব্যথা।
আমি জিজ্ঞাসা করলাম আপনি লন্ডনে ডাক্তার দেখান নি?
দেখিয়েছি তো?
তো ওরা কি বলেছেন? একটা ct scan ও কি করে নাই?
ওরা বলেছে , আমার Migrain এর ব্যথা , ঔষধ দিয়েছেন
বলেছেন ctscan লাগবে না।


কিন্তু আমি তো রোগী আমার খালি মনে হচ্ছে কোনও টিউমার আছে আমার brain এ।
কেন ? এরকম মনে হচ্ছে?
আমার এক কাজিনের ও এরকম মাথায় ব্যথা করতো তো ওকেও migrain বলেছিল *
পরে ধরা পরে brain tumour.
তো আপনি লন্ডনে র কোনও প্রফেসর কে দেখাতেন।

আরে না! ভদ্র মহিলা যেন চিৎকার দিলেন, আমার মনে হলো উনি চেযার ছেড়ে উঠে দাড়াবেন।
আপনি জানেন না ওদের সিসেটম ?
যেন এই প্রশ্ন করে আমি কাউকে খুন করে ফেলেছি
ওদের রেফারেল সিষটেম বড় কঠিন ।
ওদের জুনিয়র ডাক্তার আগে দেখবে তারপর CAতারপর রেজিস্ট্রার তারপর এসিসটেনট আর এসোসিয়েট প্রফেসর
তারপর প্রফেসর ।
রুটিন কেস হলে প্রফেসর এর এপয়েন্টমেন্ট পেতে বছর ও লাগে অনেক সময়।
Oh My God!!
আমি এমনভাব করলাম জীবনে এই প্রথম শুনছি।
চোখ দুটি উপরে উঠাবার চেষ্টা করলাম ।
তো আপনি তো টাকা দিয়ে প্রফেসর দেখাতেন private এ
কি যে বলেন না আপনি।

একজন প্রফেসর এর ফি কত জানেন?
বললাম আমি সাধারণ লোক ।আদার বেপারি জাহাজের খবর নিয়ে কি করব।
* ওখানে একজন প্রফেসর এর ফি বাংলাদেশের পঞ্চাশ হাজার এর ও উপরে*
বলেন কি?
আমার তখন মুরছা যাবার অবস্থা ।
উনি দেশে বেড়াতে এসেছেন।
সাতশো টাকা ভিজিটে এইদেশে র অনেক বড়বড় ডাক্তার দেখানো যায়
শুধু তাই না।
এখানে এসে ওই ডাক্তার কে বলবেন এই investigation করেন ওটা করার দরকার নাই।
এখানে আবার ctscan এর দাম অনেক কম
চার পাঁচ হাজার টাকা ।
পাউন্ড এ যেন কত?
এটাকে আবার 160 দিয়ে ভাগ
এত কমখরচে শুধু এই উজবুকদের দেশেই হয
মকত দেখাচ্ছি তোমাকে?
সাতশো টাকা কি পানি থেকে এসেছে ।বিদেশে কত
কষ্ট করে কামাই।
আমার দেশের লোকজনের কাছে প্রফেসর বা ব্ড় ডাক্তার মানেই কসাই।
চাড়াল ।
নিম্ন শ্রেণীর লোক ।
মাযাদযা হীন লোক ।
যিনি রোগীদের ভাল করে দেখেন না
History অর্ধেক শোনার আগেই prescription লেখা শেষ
রোগী দেখেন পাঁচ মিনিটে ।
দেন investigation কমিশনখাওয়ার জন্য
সেই রাত দুটো পর্যন্ত রোগী দেখেন।
আচছা পাঁচশো টাকা( পুরনো আবার তিনশো) করে দৈনিক একশোজন রোগী দেখলে উনার ধরলাম দিনে তিরিশ হাজার ।
মাসে সর্বোচ্চ দশলাখ।
আবার উল্টো চিত্র ও আছে।
অনেক ডাক্তার আছেন বাড়ি ভাড়াও ঠিক মতোন দিতে পারে না।
সবাই তো সমান সফল নন।
আমার দুঃখ লাগে দেখে যে একজন এমবিবিএস ডাক্তার এর ভিজিট পনচাশ টাকা মাত্র!
তাহলে তার বাড়ি ভাড়া , খাওয়া দাওয়া, ছেলে মেয়ে দের লেখা পড়া করানোর জন্য দিনে মিনিমাম কযটা রোগী দেখতে হবে?!!
হিসাব করেন তো।
কজন ডাক্তার এত রোগী পায় বলেন তো?
লন্ডনের ডাক্তার /প্রফেসর মেডিসিনের যেই বই পড়ে
সেই বই পড়ে ই আমরা সবাই ডাক্তার /প্রফেসর ।
একটা রোগী আসলে কিভাবে History নিতে হবে।
কিভাবে examineকরতে হবে
কোন investigation টা লিখতে হবে
সব কিন্তু আমরা শিখেছি এই বৃটিশদের কাছে ।
History এর যে তিন পৃষটার লম্বা ফর্দ
যা দিয়ে রোগ নিরনয করা যায় 70 percent
এটা করতে গেলেই তো আধাঘনটা লেগে যাওয়ার
কথা।
exam এ পনেরো মিনিট ।
বিদেশে একেকটা রোগীর জন্য বরাদ্দ 45min.
এইদেশে এভাবে রোগী দেখলে বাড়ি ভাড়া উঠবে?
আজকাল কি মানুষ এমন আর ঠিক আছে অমুক ডাক্তার বাড়ি ভাড়া দিতে পারছেন না ঠিক আছে আমি দিয়ে দিব।
বা আগে যেমন লোক জন ডাক্তার এর জন্য খেত থেকে শাকশবজী চাল। পুকুর থেকে মাছ নিয়ে আসত
এখন কি লোকেরা করে?
এখন লোক জন বড় আননদ পায় যদি ডাক্তার মার্ খেলে।
এই যে পাচ মিনিটে রোগী দেখা এটা কিন্তু বিপদ আনতে পারে রোগীর জন্য ।
সেদিন এক মধ্যে বযসি মহিলা কে দেখলাম ।
কোমরে ব্যাথা অনেক দিন ।
সব ডাক্তার ই উনাকে ব্যথা র ঔষধ দেন।
কদিন ভাল থাকেন
উনি ডাক্তার চেনজ করেন।
নতুন ডাক্তার নতুন পাওয়ার এর ঔষধ দেন।
উনার ও তো উপায নাই।
রোগী ভাল না করতে পারলে উনি তো রোগী হারাবেন।
লোকজন বলবে সামান্য কোমরের ব্যথা সারাতে পার না তুমি কোন বা- ডাক্তার! !
ফল হলো উনার পাযে ফুলা এসেছে কিডনি খারাপ হোযার কারনে। gastric এর ব্যথা ও বেড়েছে।


উনার কোমরের ব্যথা যে উনার জরায়ু নেমে যাওয়া র কারনে হযেছে সমযের অভাবে ডাক্তার সাহেব দের হয নাই।
আমি যখন উনাকে গাইনি ডাক্তার এর কাছে রেফার করি সেদিন আমাকে অনেক দোযা করেছিলেন ।
আচ্ছা আমার দেশে কি রেফারেল সিষটেম চালু করা যায় না?
এমবিবিএস ডাক্তার যিনি আমাদের দেশে যেসব কমন রোগ আছ যেমন সর্দি কাশি জর ।ডাযরিযা সহ
সব কমন রোগী উনি দেখবেন।


উনি দিনে বিশটি রোগীর উপর দেখবেন না।
উনার ভিজিট পাঁচশো টাকা ।
উনি না পারলে রেফার করবেন সিনিয়র কে
একজন প্রফেসর দেখবেন দিনে দশটি রোগী ।
ফি হবে নুনতম পাচহাজার ।
কি আঁতকে উঠলেন! !
একজন উকিল কে বলেন উকিল নোটিশ দিতে।
আপনি ফি দেন কিন্তু তিন হাজার ।
মামলা করলে পাঁচ থেকে পনচাশ লাখ।
একজন আর্কিটেক্ট এর কাছে যান।
বাড়ি ডিজাইন ।
লাখ টাকা র ধাক্কা ।
আর যিনি আপনার জীবন ভাল রাখার জন্য নিজের জীবন উৎসরগ করেছেন তাকে পাঁচশ /পাচহাজার দিতে আপনি কুনঠিত।
রেফারেল চালু হলে সব ডাক্তার ই ভাল থাকতো।
সব রোগীই উপকৃত হতো।
আর ডাক্তারি পরীক্ষা য সব examiner দেখে ন উনি পাশ করলে রোগীর চিকিত্সা দিতে পারবেন তো?
কারন সবাই একই বই পড়ে
একই সিসটেমে রোগী দেখে ।
এমন না যে একজন পাশ করা ডাক্তার যে ডায়াগনোসিস করবেন অন্য ডাক্তার ঠিক উল্টো বলবেন না।
আর একবার ডায়াগনোসিস হলে তো চিকিত্সা
এদেশে ও যা ,লন্ডনে ও তা!!

_____________________________


ডা. সাজ্জাদ হোসেন , Consultant Medical oncologist. M.R.C.P (U.K).Fellow in oncology from King Faisal.Riyadh

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়