Ameen Qudir

Published:
2017-08-17 15:55:01 BdST

ক্ষমতাধর নারীরাও কেন পারিবারিক সহিংসতার শিকার?


 

 


ডাঃশিরীন সাবিহা তন্বী

 

__________________________________

আলট্রাসনো টেবিলে উঠতে রুগীনির খুব কষ্ট হচ্ছিল।টেকনিশিয়ানকে বললাম হেল্প করতে।বেশ কষ্টে উঠলেন।বা হাত নাড়াতে পারছিলেন না।এই টুকুতেই উনার ব্যথায় চোখ অশ্রুসজল।
ইউনিয়ন পরিষদের নারী কাউন্সিলর তিনি।সুন্দরী।মোটামুটি শিক্ষিত।মধ্যবয়সী এই নারী দুই কন্যা সন্তানের মা।বড়টি অনার্স দ্বিতীয় বর্ষে আর ছোটটি নবম শ্রেনীতে পড়ে।দুই মেয়েই একাডেমিক শিক্ষা ছাড়াই টুকটাক গান গায়।আবৃত্তি করে।
মেয়েদের বাবা বিদ্যুৎ অফিসে লাইন ম্যান।ঘুষের কারনে টাকা পয়সার দৌরাত্ম তার একটু বেশীই।
ভাবছেন সুখী পরিবার।কি রোগ নিয়ে এলো?
আমি ও তাই ভেবেছিলাম।
ঘটনাটা শুনলাম।
মেয়েদের বাবা নবম শ্রেনীতে পড়ুয়া মেয়ের কাছে স্ক্রু ড্রাইভার চাইলেন।মেয়ে আনতে গেছে।অমনিই অশ্লীল ভাষায় বাবা মেয়েকে গালি দিতে শুরু করেছে,দিতে দেরী হলো বলে।মেয়ের মা প্রতিবাদ করতেই দৌড়ে গিয়ে মেয়েকে মারতে শুরু করল বাবা।মেয়েকে বাঁচাতে জাপটে ধরলেন মা।প্রবল শক্তিতে উপুর্যপরি ঘুষি দিতে থাকলেন বাবাটি।মা পাখির মতো দু হাত দিয়ে মেয়েকে রক্ষা করতে গিয়ে হাতে এমন বেশ কিছু আঘাতের চিহ্ন যা আমাকে স্তব্ধ করে দিল।
লক্ষনীয় ব্যাপার।
নিজ গ্রামে বহু শালিসে মধ্যমনি থাকা নারী কাউন্সিলর গ্রামের কাউকে সম্মানের ভয়ে এই ইভেন্ট জানাতে পারেনি।
এই পৌঢ় পুরুষ টিকেও তার মা,ভাই এবং বোনেরা বৌ এবং মেয়েদের বিরুদ্ধে উস্কে দেয় সবসময় - পারিবারিক হিংসা এবং সহিংসতা।
এতখানি অত্যাচার করেও অত্যাচারিত রা ভয়ে সিঁটিয়ে আছেন।জালিম পুরুষটি ঘরে ভাত খাচ্ছেন না।মেয়েরা এবং তাদের মায়ের সাথে কথা বলছে না।
বিয়ে করে পুত্রের জনক হবে এমন ও বলছে তার ভাই,বিজ্ঞানের এই উৎকর্ষের যুগে যখন সবাই জানি,সন্তান ছেলে বা মেয়ে হতে কে দায়ী।
$$ আমার দুটি কথা।
# নারী স্বাধীনতা,নারী মুক্তি শব্দগুলো কেবল অভিধান ভারী করছে।এর আক্ষরিক প্রয়োগ এদেশে আছে???
# যে সকল নাগরিক বিত্তশালী নারীরা পরকীয়া আর জরায়ুর স্বাধীনতা চায় - এই সকল নারীদের তারা চেনেন তো??
# নারীবিদ্বেষী পুরুষগন,,নারীবাদিতা কোন ভুল টার্ম নয়।এইদেশে নারীকে মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করার সুদীর্ঘ রাস্তাটা পঙ্কিল করবার অধিকার কি আপনাদের আছে??
$$$ তাই সকলের সম্মিলিত প্রচেষ্টায় সহমর্মিতার সমাজ গড়ি যেখানে কেউ অত্যাচারিত নয়।কেউ নয় অত্যাচারী।নারী পুরুষ সবাই আমরা মানুষ।
কেবল ই মানুষ !!!

_________________________

 

 

 

ডাঃশিরীন সাবিহা তন্বী
বরিশাল।

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়