Ameen Qudir

Published:
2017-08-07 19:34:45 BdST

পোস্ট গ্রাজুয়েশনে ভারত উদার ভাবে পাশ করায়:বাংলাদেশে পাশ অসম্ভব অনুদার


 



 

 

অধ্যাপক ডা. মুজিবুল হক

_______________________________


ভারতে ডাক্তারী করতে আবার যে রেজিস্ট্রেশন পরীক্ষা হয়, তাতে বাংলাদেশে পড়া ভারতীয় ছাত্র/ছাত্রী দের ১০০% সফলকাম হন।


কিন্তু পূর্ব ইউরোপীয় দেশ সমুহ ; এমন কি রাশিয়া থেকে পড়াদের পাশের হার ৫০/৬০% মাত্র। বাংলাদেশে পড়ে যাওয়ারাসবাই সবসময় টিকেন।এবং চাকরী পান।
এটাই বাস্তবতা। এটা আমার কথা নয়। খোদ ভারতীয় শিক্ষার্থীদের কথা। এটা যে Indian students রা বাংলা দেশে পড়ে তাদের উপর মন্তব্য ।


এদেশে mbbs পড়া খুব বেশী কঠিন, একটু বেশী কড়াকড়ির। বিদেশে মোটেই এমনটিও নয়, আনন্দহীন ও নয়।


mbbs এর পর post graduation ই আসল ডাক্তারী। এক চোখের চিকিৎসায় ৭ রকম ডাক্তার।এই জায়গায় ভারত আামাদের অতিক্রম করেছে।

মাত্র ৩ বছরে MD করা য়ায়, internee এর পর পরই ভ'র্তি হওয়া যায় ।


আমাদের কয়েক বছর বিনষ্টের আাগে, ভর্ত্তির নিয়ম নাই।

অত্যন্ত মেধাবী ছাত্রও ৫/৬ বছর বসে থাকেন আইনের কারনে। ভারত উদার ভাবে পাশ করায়(বাংলাদেশে পাশ অসম্ভব অনুদার )।ভারতে কম বয়সে বিশেষজ্ঞ হয়ে, দেশে বিদেশে,কাজ,training করে, স্বভাবতই , অনেক ভালো করে। বাংলাদেশের মধ্য বয়সে বিশেষজ্ঞ হয়ে খুব ব্যাতিক্রমী অল্প কজনই মাত্র আরো ভালো করে।অথচ পড়াশোনার মান এখানেই ভালো।

___________________________________

লেখক অধ্যাপক ডা. মুজিবুল হক । দেশের প্রখ্যাত লোকসেবী চিকিৎসক। সুলেখক ।
FCPS FRCP(uk)DDV(austria)
Skin & Sexul medicine specialist
Popular Dhanmondi 2

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়