Ameen Qudir

Published:
2017-06-19 00:16:55 BdST

বাবা আমাকে কোন দিন বকা দিতে পারেননি কারন আমার জ্বর উঠে যেত


ডা:রওশন আখতার জাহান

____________________

আজ কিছু কথা বলতে চাই -উনি শিক্ষা অফিসার ছিলেন ।আমরা পাঁচ ভাই বোন । বড় বোন বিসিআইসি
কলেজ টিচার ,ভাই সিভিল সার্জন আরএক ভাই
শাহজালাল প্রযুক্তি বিশ্ব বিদ্যালয় -অধ্যাপক (বিভাগীয় প্রধান ),ছোটবোন আইসিডিডিআরবি এর শিশু বিভাগের ডা:,আমি সহকারী পরিচালক (সিসি) ,কিশোরগঞ্জ ।আমার বাবা খুব হ্যান্ডসাম ছিলেন
সে সময় কারমাইকেল কলেজ এর শ্রদ্ধা ভাজন শিক্ষক মন্ডলী "লায়ন"ডাকতেন বাবাকে । দাদা হাজী ছিলেন। সে সময়ের জোত্দার ছিলেন। আমার চাচা এবং জ্যাঠারাও শিক্ষিত ছিলেন সে আমলে । কিন্তু আমার বাবা কষ্ট করে আমাদের শিক্ষিত করেছেন । দাদার কাছে
কিছু নেয়নি । শেষ সময়ে উনি কষ্ট করেছেন ।

 

মা ইন্তেকাল
করার পর । আমাদের কারও বাসাতেই দুদিনের বেশি থাকতেন না।জেদ করতেন । আমার বড় ভাই অনেক চেষ্টা করেও রাখতে পারতেন না বাসাতে ।সে জন্য তাকে
অনেক কটুক্তির সন্মুখীন হতে হয়েছে । বাবা নেই । সব শূন্য । আমাকে কোন দিন বকা দিতে পারেননি কারন আমার জ্বর উঠে যেত ।তাই মা বলত তোমার মারার
দরকার নেই আমি তো আছি ।আজ আর এসব বলার কেউ নেই । উনাদের কাছাকাছি এখন আমরা অপেক্ষার
প্রহর গুনছি ......!সবাই দোয়া করবেন আল্লাহ মেহেরবান
যেন ওনাদের জান্নাত নসীব করেন ।


_______________________________


লেখক ডা:রওশন আখতার জাহান । Worked at Dist. Family Planning Office, Kishoreganj.
Studied at Rangpur Medical College

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়