Ameen Qudir

Published:
2017-06-17 21:39:55 BdST

বেআইনি বিজ্ঞাপন প্রত্যাহারে নির্বিকার ভূয়ো টেস্ট টিউব বেবির ‘জনক’ সাবেক স্বাস্থ্য মন্ত্রী


 

 


বিশ্বজিৎ ঘোষ, 

 

তিনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক৷কিন্তু, তিনি টেস্ট টিউব বেবির ‘জনক’৷ আর, এ ভাবে তিনি স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও অসম্মান করেছেন বলে মনে করছে ওয়াকিবহাল মহলের বিভিন্ন অংশ৷ অথচ, পশ্চিমবঙ্গের প্রাক্তন এই মন্ত্রী টেস্ট টিউব বেবির জনক নয় বলে বিজ্ঞাপনের মাধ্যমে ভুল সংশোধন করা হলেও, তাঁর তরফে খোদ বেআইনি বিজ্ঞাপন প্রত্যাহারের বিষয়েই তিনি এখনও নির্বিকার৷

২০১৪-র ফেব্রুয়ারি মাসে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের এক অনুষ্ঠানে ডাক্তার সুভাষ মুখোপাধ্যায়ের স্বীকৃতিকে মর্যাদা দেওয়ার কথা বলেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

অথচ, খোদ তৃণমূল কংগ্রেসেরই বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুদর্শন ঘোষদস্তিদার সম্প্রতি এক বিজ্ঞাপনের মাধ্যমে ভারতে টেস্ট টিউব বেবির জনক ডাক্তার সুভাষ মুখোপাধ্যায়কেই কার্যত অস্বীকার করেছেন বলে মনে করছে ওয়াকিবহাল মহলের বিভিন্ন অংশ৷

সংবাদপত্রে প্রকাশিত ওই বিজ্ঞাপনে রাজ্যের প্রাক্তন এই মন্ত্রীর ছবি সহ প্রকাশিত হয়েছে, ‘টেস্ট টিউব বেবির জনক ডঃ সুদর্শন ঘোষদস্তিদার এখন আপনার জেলায়’৷

যদিও, এর পরে সংবাদপত্রে ভুল সংশোধনের বিজ্ঞাপনের মাধ্যমেই জানানো হয়েছে, ‘এই অনিচ্ছাকৃত ভুলের জন্য ঘোষ দস্তিদার ইনস্টিটিউট ফর ফার্টিলিটি রিসার্চ আন্তরিকভাবে দুঃখিত’৷ তবে, এই ভুল সংশোধনের পরেও ওয়াকিবহাল মহলের ওই সব অংশে প্রশ্ন উঠছে, খোদ বিজ্ঞাপনটিই যেখানে বেআইনি, সেখানে কেন এই বিজ্ঞাপন প্রত্যাহারের কথা ঘোষণা করা হল না? টেস্ট টিউব বেবির জনক ডাক্তার সুদর্শন ঘোষদস্তিদার৷ এই ধরনের বিজ্ঞাপনের জেরে রাজ্যের প্রাক্তন এই মন্ত্রীর নামে প্রথমে মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া (এমসিআই)-য় অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিয়েছিল অনাবাসী ভারতীয় ডাক্তার কুণাল সাহার সংগঠন পিপল ফর বেটার ট্রিটমেন্ট (পিবিটি)৷ তবে, ভুল সংশোধনের বিজ্ঞাপন প্রকাশিত হওয়ার পরে পিবিটি আপাতত এই সিদ্ধান্ত বাস্তবায়ন করছে না৷


যদিও, পিবিটির প্রেসিডেন্ট ডাক্তার কুণাল সাহা www.kolkata24x7.com-কে বলেছেন, ‘‘ভুল সংশোধনের এই বিজ্ঞাপনের মাধ্যমেও বিষয়টি স্পষ্ট হচ্ছে না৷ টেস্ট টিউব বেবির জনক, এই বিষয়টিকে অনিচ্ছাকৃত ভুল বলা হচ্ছে৷ অথচ, ডাক্তার সুদর্শন ঘোষদস্তিদার সত্যিই যদি টেস্ট টিউব বেবির জনকও হতেন, তা হলেও এই ধরনের বিজ্ঞাপন দেওয়াটা বেআইনি৷’’ একই সঙ্গে তিনি বলেন, ‘‘এমসিআইয়ের কোড অফ এথিকস রেগুলেশন, ২০০২ অনুযায়ী কোনও ডাক্তার নিজের প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন না৷ যেভাবে এই বিজ্ঞাপনে প্রলোভন দেখানো হয়েছে, সেটা অনৈতিক এবং বেআইনি৷ এই ধরনের বিজ্ঞাপনের জন্য ডাক্তার সুদর্শন ঘোষদস্তিদারের রেজিস্ট্রেশন নম্বর গোটা জীবনের জন্য বাতিল করতে পারে এমসিআই৷’’

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়