Ameen Qudir

Published:
2017-04-04 05:47:18 BdST

বিশ্ব চিকিৎসক দিবস এবং না বলা কিছু কথা



 

 

মেজর ডা. খোশরোজ সামাদ
_______________________________


১। নীরবে চলে গেল বিশ্ব চিকিৎসক দিবস। যখন ' কিস ডে' তে ফেসবুকে ঝড় - বন্যা বয়ে যায় তখন সোসাল এই মাধ্যম এই মহতী দিবসে প্রায় অদ্ভুত নীরবতা পালন করলো। প্রিন্ট - ইলেকট্রনিক মিডিয়াতেও তেমন কোন প্রতিবেদন আমার চোখে পড়ে নি।

২।ডাক্তারি করাটা আমার কাছে নিছক রুটি - রুজি রোজগারের profession নয়। বরং dedication,passion। ছবিটি কিছুদিন আগে ওয়েস্টার্ন সাহারার তিফারিদি ক্যাম্প থেকে তোলা। রোগী ' আহমেদ' হত দরিদ্র ' কুক'। ভিন্ন দেশের অচেনা রোগীর অজানা গোপন ছোঁয়াচে রোগ থাকবার আশংকা উড়িয়ে দেয়া যায় না। অধিকন্তু বেসামরিক রোগী দেখবার কোন বাধ্য - বাধকতা ছিল না। ছিল না, নগদ টু পাইস যোগের সম্ভাবনা। তার' পা'য়ে ব্যথায় ' পা' ছুঁয়ে Examine করেই তাকে চিকিৎসা দিয়েছি।হিপোক্রিটাসের শপথ যখন নিয়েছি, তখন থেকেই রোগীর ধর্ম- বর্ণ - গোত্র - সামাজিক অবস্থান আমার কাছে নিছকই গৌণ ব্যপার মাত্র।

৩। জীবনে অন্তত ৯ জন মৃত্যু পথযাত্রী রোগীকে রক্ত দিয়েছি। যার অধিকাংশই রোগীর কাছে রক্তদাতার নাম -পরিচয় গোপন করা হয়েছে।

৪। কোন রোগী এলে প্রথমেই তাকে ' আসসালামু আলাইকুম ' বলবার সুযোগ হাত ছাড়া করি নাই। বয়স, লিংগ বিচারে রোগীকে ' বাবা-মা' সন্মোধন করবার অপার আনন্দে আত্মাকে রঞ্জিত করেছি।

৫। এটি নিজের ঢাক - ঢোল পেটানো কোন আত্ম
প্রচারণামূলক পোষ্ট নয়। বরং বিশ্বের অনেক দেশের চিকিৎসদের সাথে কাজ করে বুঝেছি অধিকাংশ চিকিৎসকরাই রোগীকে প্রথমে মানুষ হিসেবেই দেখেছেন।

৬।বাংলাদেশের চিকিৎসকরা এই দেশেরই ভূমিপুত্র।সব পেশাতেই কিছু ব্যতিক্রম আছে। প্রিয় পাঠক, আপনার কোন আত্মীয় - বন্ধুর মাঝে নিশ্চয়ই অনেক আদর্শ চিকিৎসক দেখেছেন। তাই হলদে সাংবাদিকতায় অবহেলিত - উপেক্ষিত হলেও বাবা - মা হিসেবে আমি - আপনি আজো আমাদের সন্তানদের ' চিকিৎসক ' বানাবার স্বপ্নই দেখি।

___________________________________


মেজর ডা. খোশরোজ সামাদ , আর্মড ফোরসেস মেডিকেল কলেজ।
ওয়েস্টার্ন সাহারায় শান্তিরক্ষী হিসেবে সফলভাবে এক বছরের কাজ শেষে আর্মড ফোরসেস মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক, ফার্মাকোলজি বিভাগে যোগ দিয়েছেন।

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়