Ameen Qudir

Published:
2017-03-29 00:57:26 BdST

"ডাক্তারের গাড়ীর লগে লাগলে সিগনাল লাইট আদায় করতে পারতাম"



ডা. মিথিলা ফেরদৌস
__________________________

সিনেমা,নাটক,বাস্তবে অনেক কাহিনীতে ধাক্কাধাক্কিতে প্রেম হবার একটা রেওয়াজ আছে।কিন্তু গাড়িতে গাড়িতে ধাক্কা যে কি বিপদ বয়ে আনে আজ তা হাড়ে হাড়ে টের পেয়েছি।

 

মাঝে মাঝে কোন চকচকা গাড়ীর উলটা পালটা ড্রাইভিং দেখলে মনটা কয়,ধাক্কা লাগায় রঙ উঠায় দেই।


আজ রুপসী বাংলা সিগনালে,বামে মোড় নিতে গিয়ে আমার গাড়ী যথারীতি সেই কাজটাই করলো,যা এতোদিন আমি মনে মনে চাইতাম।আরেক গাড়িতে ধাক্কা দিয়ে চটা উঠায় ফেললো।

আমি খুব মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করলাম,কার গাড়ি,যদি ডাক্তারের গাড়ী হয়,তাইলে কোন কথাই নাই,হ্যারা প্রতিবাদ করবার পারেনা,যদিও আমারে ডাক্তার দেখলে হয়তো চোটপাট দেখাইতে পারে,কিন্তু সেই ব্যাবস্থা নাই,আমার গাড়িতে আইনজীবী লেখা,আমি দরকারে আইনজীবী এর ভুমিকা নিবো।


মনের মধ্যে যখন এইসব রিহার্সেল দিচ্ছি,তখন,দেখি,ওই গাড়ী থেকে দুইজন পুলিশ বের হইছে,গাড়িতে লেখা ঢাকা মেট্রোপলিটন পুলিশ।শালার ড্রাইভার গাধা লাগানোর আর গাড়ি পাইলোনা।কইলাম,'যাও গিয়ে স্যরি বলো।'
ড্রাইভার নেমে গেলো,তার কিছুক্ষন পর এসে,গাড়ী স্টার্ট দিলো।ভাবলাম ছাড়ছে মনে হয়।কিন্তু না।


কি জেনো একটা কথা আছে পুলিশে ছুইলে....।
কিছুদুরে আমার গাড়ী পার্ক করে ড্রাইভার চলে গেলো,আমি এসি তে বসে ঘামতেছি,মাইন্ড ডাইভার্স করার জন্যে ফেসবুক ওপেন করলাম।


কিছুক্ষন পর আমার ড্রাইভার এসে বলে ম্যাডাম আপনাকে ডাকছে,কি বিপদ রে ভাই।গাড়ী থেকে নেমে ওই গাড়ী এর কাছে গেলাম।গাড়ির ভিতরে,একটা হ্যান্ডসাম,কম বয়সি ছেলে দেখে মনটা ভালো হইলো।আমি স্মার্ট মানুষদের সংগে কথা বলতে কম্ফোর্ট ফিল করি।বললাম
-- আমার ড্রাইভারের পক্ষ থেকে স্যরি,আমি ২৫ বিসিএস অমুক হাসপাতালে আছি।
তরুণ অফিসার একটু নমনীয় হলেন,বললেন,
আসলে এখানে আমারতো করার কিছু নাই,এই ক্ষতিপুরন আমার ড্রাইভারকেই দিতে হবে।
আমি বললাম,
---আসলে আমার ড্রাইভারেরও তেমন দোষ ছিলোনা,একটা বাস ওকে এমন চাপায় দিছে,ওর কিছুই করার ছিলোনা।আর এমন এক্সিডেন্টতো হতেই পারে তাইনা?এর জন্যে,তাকে কেনো ক্ষতিপুরন দিতে হবে?


প্রচন্ড রোদে দাঁড়ায়,এক পর্যায়ে,আমি আমার বিসিএস এর জাতীয় পুলিশ পদক প্রাপ্ত আহাদ ভাইএর নাম,বলি,সে তখনি বলে ও
--আহাদ স্যার গুলশানের?
এরপর কারে যেন ফোন করলো,বললো,২৫ বিসিএস এর একজন ডাক্তার আপুর গাড়ি।তারপর আমার দিকে হেসে বলল
---আচ্ছা ঠিক আছে,আপনি যেতে পারেন।
(ফাউন্ডেশান ট্রেনিং এ শিখেছিলাম,সিনিয়র বিসিএসের কাউকে স্যার ম্যাডাম বলতে হয়।অন্য ক্যাডারদের ডাক্তার আপু ভাইয়া বললেই মনে হয় চলে,তাই আপু বলাতেই আমি খুশি)
যাই হোক ফিরতে গিয়ে ঘুরে দাঁড়ায় বললাম,
---- আপনি কোন বিসিএস?
-----৩২ বিসিএস(মিষ্টি হেসে)
আমি মুগ্ধ,হয়ে গাড়ী তে এসে বসে,ভাবলাম ছেলেটা আইডি টা তো নিতে পারতাম।


ড্রাইভারকে জিজ্ঞেস করলাম,
----আমার গাড়ীর কি ক্ষতি করলা??
-----সিগনাল লাইট ভাঙছে ম্যাডাম,আর কি হইছে,পরে দেখতে হইবো।
মনে মনে ভাবলাম,ধাক্কা লাগানোর আর গাড়ী পাইলিনা বেটা,ডাক্তারের গাড়ীর লগে লাগলে সিগনাল লাইট আদায় করতে পারতাম।পুলিশের লগে পারা কি সম্ভব?

_________________________________


লেখক ডা. মিথিলা ফেরদৌস । সোহরাওয়ার্দী হাসপাতাল।

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়