Ameen Qudir

Published:
2017-03-28 18:10:20 BdST

স্বাস্থ্য ব্যবস্থা চলছে সতীনের সংসারের মতো




ডা. অনির্বাণ বিশ্বাস
_________________________________


এখন আমি সার্ভিসিং করি,মানুষের শরীরের। সেই যে শৈশবে বাড়ি ছেড়ে অষ্পষ্ট -যাত্রা ! দীর্ঘ ঘোরাঘুরি করে পেটের দায়ে একজায়গায় সার্ভিসিং সেন্টার খুলেছি। যৌবনের একটা বড় অংশ কেটেছে আদর্শের খোঁজে ।পেয়েও হারিয়ে ফেলেছি,ধরে রাখতে পারিনি ।

এখন ক্লান্ত লাগে খুব ! মনে হয় বাড়ি ফিরে সন্ধ্যামালতি গাছে জল দেই। আমার কি আর বাড়ি ফেরা হবে ?
২.

পশ্চিমবঙ্গে স্বাস্থ্য ব্যবস্থা চলছে সতীনের সংসারের মতো...

৩.
স্বদেশ
______

আরও কিছু "সুবোধ" সন্তান,'জাত' সন্তান নতজানু হয়ে দেখুক- তাদের শিকড়েই পোতা আছে
শহীদের খুলি । আরও কিছু চাঁদ অবনত হয়ে নেমে আসুক
মাটিতে। এবং দেখুক তার চাইতে কোনো অংশেই কম উজ্জ্বল নয়,
প্রিয়ভাষিনীর হাসি।
'অর্থ' নয়, চিতার কাঠ ঢেকে দিক আমাদের জাতীয় কলংক।
যে আমরা,
এতোদিন ধর্ষকদের,লুটেরাদের বিচার করতে পারিনি- যে আমরা আবাহনে বসিয়েছিলাম চিহ্নিত মিথ্যাচারিদের- আর তাদের গাড়ীতেই
উড়িয়ে দিয়েছিলাম গর্বিত পতাকা, সেই আমাদেরই
কলংক মোচনে এগিয়ে আসুক আরও একটি সর্বগ্রাসী লেলিহান শিখা
আর কিছু পাপবোধ আমাদের চেতনা স্পর্শ করুক।

কিছু কলম আজ
শির উঁচু করে লিখুক- এই দেশ মিথ্যাচারিদের তালুক নয়,
এই দেশ ধর্ষিতাদের
এইদেশ স্বজনহারার
এ ই দে শ তোমার-আমার ॥


৪.

তর্পন
...................
তোমায় আমি আবার বলি, আমার আকাশ সুনীল বেজায়..
যেথায় মেঘের ভেলা শুভ্রতা দেয় ,আশ্বাস দেয় উষ্ণতারা ।

তবুও দেখ,ঝরা পাতা জাগিয়ে তোলে মর্মরে তার,
ঐ যে বলে,আমার উঠোন সবুজ ঘেরা..

এবার শোন,তোমার মনের রং না হলেও আসবো আমি
রামধনুর ঐ সব টুকু রং তোমায় দেবো ।
ভালোবাসার শেকড় তুমি সকল সময়
ছড়িয়ে রেখো এই মাটিতে
থাকব আমি বুকের মাঝে রাত্রি নিশি প্রতিক্ষনে ।

( Keats এর একটি কবিতার ছায়ায়...)

__________________________

ডা. অনির্বাণ বিশ্বাস । প্রখ্যাত লেখক । কবি। বাংলা র লোকসেবী চিকিৎসক।
প্রোফেসর, পালমোনারি মেডিসিন এনআরএস মেডিক্যাল কলেজ, কলকাতা ।

 

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়