Ameen Qudir

Published:
2017-03-28 01:40:05 BdST

ক্যাপিটাল লেটার প্রেসক্রিপশন নিয়ে ভীষন সমস্যা স্বাস্থ্য সেবায়:বাতিলের আর্জি জানাই



ডা. হৃদয় রঞ্জন রায়

________________________________


ইংরেজী গ্রামার অনুযায়ী বাক্যের শুরুতে, নামের আগে, জায়গার নামের আগে ক্যাপিটাল লেটার লিখতে হয়। পৃথিবীর যত বই পত্র আছে সবখানে এটাই আছে, এভাবেই আছে।

ছোটবেলা থেকে সেভাবেই পড়েছি, শিখেছি, লিখেছি। সব ক্যাপিটাল লেটারে লেখা বই পড়তে ও বুঝতেও ভীষণ অসুবিধা হয় আমার। আর কেউ সব ক্যাপিটাল লেটারে লিখতে বললে তো মাথায় বাজ পড়ার সামিল! ১০ মিনিটের লেখা ১ ঘন্টা লেগে যাবে। তাও হাতের লেখা হবে দেখার মত! মাশাল্লাহ...!!!

ইদানিং প্রেসক্রিপশন ক্যাপিটাল লেটারে লিখতে গিয়ে দাঁত ভাঙ্গার সামিল হয়ে গেছে! সবার ক্ষেত্রেই এমনটা দেখছি। হাতের লেখা আগের চেয়েও খারাপ হয়ে গেছে। আর ঔষধের দোকানদাররাও পড়েছে বিপদে। সহজে বুঝতে পারছে না। কারন ওষুধের প্যাকেটের গায়ে ক্যাপিটাল লেটারে লেখা নাই।

সম্মানীয় আদালতের প্রতি আমরা সবসময় শ্রদ্ধাশীল। তাদের সুবিবেচনা কামনা করি। আদালত সবসময় মানবমঙ্গলের জন্য সিদ্ধান্ত দেন। সেই জনমঙ্গলের বিবেচনাতেই আদালত বিষয়টি দেখবেন আশা করি।

এই অপ্রয়োজনীয় ও ক্ষতিকর প্রথার বিলোপের আর্জি জানাই....!!!

___________________________

লেখক ডা. হৃদয় রঞ্জন রায়
লোকসেবী চিকিৎসক। সুলেখক।

 

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়