Ameen Qudir

Published:
2017-03-21 16:25:06 BdST

ডাক্তারের মায়ের জন্য ' কেবিন খালি নাই ' :সচিব ও সাংবাদিক ঠিকই বরাদ্দ পেলেন



ডা. জামান অ্যালেক্স

__________________________________________

প্রথম পর্বঃ

১.....

দেড় দুই বছর আগের কথা।আম্মুর অবস্থা শারীরিকভাবে তখন বেশ করুণ( Uraemic Encephalopathy)।BSMMU এর কেবিনে ভর্তির জন্য পেপার জমা দিলাম।নিজের মা পরিচয় দেবার পরও আমাকে জানানো হলো কেবিন খালি নাই....

দুঃখের কথা বলি-যেদিন আমাকে জানানো হলো যে কেবিন খালি নাই, সেদিনই এক সাংবাদিক ও এক সচিবকে তার আত্মীয়ের জন্য ঠিকই কেবিন বরাদ্দ দেয়া হয়েছিলো।আমি অবশ্য তার পরদিন কেবিন ম্যানেজ করতে পেরেছিলাম, তবে সেটা চিকিৎসক হিসেবে নয়.....

২....

এবারের ঘটনা DMCH এর নিউরোলজী ওয়ার্ডে।সাইলেন্ট অবজারভার হিসেবে নিজের দেখা এক কাহিনী বলি....

এক তরুণ মেডিকেল অফিসার(HMO) তার নিজের শারীরিক সমস্যার জন্য হাসপাতালে ফ্রি কিছু পরীক্ষা নিরীক্ষা করাতে চাইলেন।বিভিন্ন নিয়ম কানুনের ফ্যাঁকড়া দেখিয়ে তাকে বোঝানো হলো তাকে ফ্রি পরীক্ষা নিরীক্ষা করানো যাবে না, এটা একমাত্র দুস্থ ও গরীব রোগীদের অধিকার....

HMO সম্পর্কে যাদের আইডিয়া নেই, তাদেরকে একটা কথা জানাই।এরা এমন একটি চিকিৎসক সম্প্রদায় যারা পরিশ্রমের বিনিময়ে খেয়ে-পরে বেঁচে থাকার টাকাটা পর্যন্ত পায়না, পরীক্ষা-নিরীক্ষা বাবদ কিছু টাকা খরচ তো বিলাসিতা.।
নির্মম পরিহাসের কথা বলি--যে চিকিৎসক তার নিজের কর্মস্থলে তার নিজের পরীক্ষা নিরীক্ষা ফ্রি করাতে পারলেন না, সেই একই চিকিৎসককে তারপরের দিন তার বেডের পেশেন্টকে ফ্রি MRI করানোর জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বিভিন্ন জায়গায় সিগনেচার কালেক্ট করার জন্য দৌড়াতে হলো....

৩....

বিভিন্ন হাসপাতালে বিভিন্ন সময় বিভিন্ন কারণে নিজের মা, স্ত্রী ও বাচ্চা ভর্তি ছিলো।চিকিৎসক হিসেবে কোথাও এক পয়সা রেয়াত পেয়েছি বলে মনে হয় না।সেজন্য সত্যিকার অর্থে আমার মনে কোনো দুঃখ ছিলো না......

দুঃখ তখনই পেলাম যখন দেখলাম মামা একজন রিটায়ার্ড সামরিক কর্মকর্তা হওয়ার পরও তার শারীরিক সমস্যার জন্য CMH(Combined Military Hospital) এ যাবার পর তাকে সম্পূর্ণ চিকিৎসা বিনা পয়সায় করানো হলো।নিজের আঙিনায় আমরা কোনো রেয়াত পাই না, মামা চিকিৎসক না হয়েও সে সুবিধাটি ভোগ করেন।আফসোস....

#দ্বিতীয়_পর্বঃ

চিকিৎসকরা নিজ কর্মস্থলে কিরকম সুযোগসুবিধা পান সেটা বোধ হয় আর খুলে বলার প্রয়োজন নেই।নিজ কর্মস্থলের বাইরে এদের অবস্থানটা কি? বলি, শুনুন....

১....

পত্রিকা মারফত খবর পেলাম- এক সামরিক বাহিনীর কর্মকর্তার স্ত্রীকে চিকিৎসা খরচ মেটানোর জন্য ১ কোটি টাকা সাহায্য দেয়া হয়েছে।নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ....

শুধু একটা ব্যাপার জানার ছিলো।দেশের একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা আমি ও অন্যান্য চিকিৎসকেরা।আমি কিংবা অন্যান্য চিকিৎসকেরা কেউ দুর্ঘটনায় আহত হলে আমাদের ক্ষেত্রেও একই স্ট্যাডার্ড বজায় রাখা হবে তো?

বিসিএস ক্যাডার( স্বাস্থ্য) ডাঃ সানজানা জেরীনকে কিন্তু দুর্ঘটনায় সম্পূর্ণরূপে পঙ্গুত্ব বরণ করে নিতে হয়েছে।কেউ কি আমাকে জানাবেন যে তাকে সরকারীভাবে কত টাকা সাহায্য প্রদান করা হয়েছিলো?

২....

৭ ই ফেব্রুয়ারি, ২০১৭।একটা খবরে চোখ আটকে গেলো। হেডিংটা বলি--"২৭৪ কোটি টাকা ব্যয়ে সচিবদের জন্য হচ্ছে ১১৪ টি নতুন ফ্ল্যাট".....

তা চিকিৎসকদের জন্য কি তৈরি হবে? অন্যান্য ক্যাডারে যারা আছেন তারা কি দোষ করলেন? নাকি তাদের ফ্ল্যাট লাগে না?

ঘটনাটা কি?চিকিৎসকদের যোগ্যতা কি সচিবদের তুলনায় কম? কারা এইসব প্ল্যান পাশ করেন? দেশের ভিতরে আরেকটি দেশ কেনো তৈরি করা হচ্ছে?

৩....

আমার পোস্টিং তখন মাদারীপুরে।UHFPO স্যার ব্যথিত চিত্তে জানালেন, উপজেলায় মাসিক সমন্বয় সভায় তার সমতুল্য UNO সহ অন্যরা সরকারী গাড়ি নিয়ে যাতায়াত করেন, উনাকে রিকশা করে সেই সভায় যেতে হয়....

সভা শেষে সবাই গাড়ীতে উঠেন, উনি লজ্জায় সবার শেষে বের হন, গাড়ী নিয়ে সবাই চলে গেলে উনি রিকশা খোঁজ করেন।দেশের মেধাবী গোষ্ঠীর মূল্যায়ন আমরা তাহলে ভালোই করছি!

#প্রত্যাশাঃ

নিজেদের আঙিনায় চিকিৎসকেরা কিভাবে ট্রিটেড হন-সেটা জানালাম।ঘরের বাইরে তাদেরকে কিভাবে ট্রিট করা হয় সেটাও জানালাম।কেনো জানালাম?আমার প্রতিটা লেখার পেছনে একটা উদ্দেশ্য থাকে। এই লেখাটার পেছনে উদ্দেশ্য কি?....

উদ্দেশ্যটা বলি। ফ্ল্যাট-গাড়ি- বাড়ি- প্লট আমি চাই না।আমার দেশ তৃতীয় বিশ্বের এক প্রতিনিধি, দেশকে জোঁকের মত চোষে লাভবান হবার প্রয়াস আমাদের নেই।তবে একটা জিনিস আমি চাইতেই পারি।চাওয়াটা বলি....

চিকিৎসক হিসেবে দেশের মানুষের সেবা আমরা করি।নিজেরা অসুস্থ হলে অগ্রাধিকার ভিত্তিতে যেকোনো হাসপাতালে ভর্তি হবার সুযোগটুকু চাই।সরকারী হাসপাতালে নিজের পরীক্ষা নিরীক্ষাগুলো যাতে সম্পূর্ণ বিনামূল্যে করাতে পারি, সে সুযোগটা চাচ্ছি।চাওয়াটা কি খুব বেশী? মৌলিক চাহিদাটা পূরণ করতে বলছি, ২৭৪ কোটি টাকায় সুইমিংপুল সহ ফ্ল্যাট তো করে দিতে বলছিনা.....

চিকিৎসক নেতৃবৃন্দ আমাদের ভরসার জায়গা, আমাদের এতটুকু স্বার্থ কি তারা আদায় করে দিতে পারেন না?

#পরিশেষঃ

জাতীয় অনাচার জাতীয় পতনের নিশ্চিত কারণ।চিকিৎসক সমাজের সাথে যে জাতীয় অনাচার এই দেশে চলে সেটা নিয়ে মহাকাব্য রচনা করা যাবে, সেই ব্যাপারে আমি নিশ্চিত।তাতে অবশ্য কারো কিছু আসে-যাবে না, কাজেই মহাকাব্য রচনা বাদ থাকুক, গীতাঞ্জলী পড়ছিলাম, গীতাঞ্জলীর কয়টা লাইন বলে বিদায় নেইঃ

"হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান,
অপমানে হতে হবে তাহাদের সবার সমান!
মানুষের অধিকারে
বঞ্চিত করেছ যারে,
সম্মুখে দাঁড়ায়ে রেখে তবু কোলে দাও নাই স্থান,
অপমানে হতে হবে তাহাদের সবার সমান....."


_____________________________


ডা. জামান অ্যালেক্স । সুলেখক। লোকসেবী ডাক্তার ।

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়