Ameen Qudir

Published:
2017-03-17 18:13:35 BdST

কলকাতায় আয়া-আত্মীয় দৌরাত্ম্য বন্ধে কঠিন আইন : বাংলাদেশে কবে হবে


 

 

ডা. অাবদুস সোবহান
__________________________


কলকাতায় সকল মেডিক্যাল হাসপাতালে বন্ধ হচ্ছে বহিরাগতদের দাপট। থাকা যাবে না বাড়ির লোক পরিচয়ে। পরিজনদেরও থাকতে হবে সচিত্র পরিচয়পত্র।

 

সরকারি হাসপাতালগুলিতে কথিত স্বজন, আয়া-দৌরাত্ম্য নতুন কিছু নয়। রোগীর আত্মীয় সেজে আয়া, দুস্কৃতকারীরা ঘুরে বেড়ায় হাসপাতাল জুড়ে!

কলকাতার ডাক্তাররনেতা, বিধায়কদের উদ্যোগে নেয়া হচ্ছে কঠিন পদক্ষেপ। আত্মীয় সেজে যারা ঢুকে পড়ত; তাদের বিরুদ্ধে এবার ব্যবস্থা নেওয়া হবে। রোগীদের আইডি কার্ড দেওয়া হবে। বুকে ঝুলবে। রক্তের সম্পর্ক ছাড়া কোনও আত্মীয়কে ভিতরে থাকতে দেওয়া হবে না। তাকেও সচিত্র পরিচয়পত্র লাগবে।

আয়াদের ও কথিত আত্মীয় নামক দুস্কৃতকারীদের বেপরোয়া প্রবৃত্তি রুখতে মুখ্যমন্ত্রী মমতা নিয়েছেন এই পদক্ষেপ।


এই পদক্ষেপ প্রশংসিত হচ্চে সর্বত্র। অায়ারাজ বন্ধ হোক। বন্ধ হোক আত্মীয় রাজ।

ওপার বাংলায় যেটা মমতা ব্যানার্জি করে দেখালেন, আমাদের স্বাস্থ্য মন্ত্রক সেটা করতে পারছে না কেন।

এখানেও রোগীদের আত্মীয়দের পরিচয়পত্র চাই অবশ্যই। তাদের ন্যাশনাল আইডি , স্মার্ট আইডি কার্ডের পরিচয় রেখেই ঢুকতে দেয়া যেতে পারে হাসপাতালে। তাতে কোন রকম গুন্ডামী, হাসপাতাল তথা জাতীয় সম্পদের কোন ক্ষতি করলে পুলিশ তাদের সহজেই পাকড়াও করতে পারবে ।

পাকড়াও বড়কথা নয়। আসল ব্যাপার হল, নিরাপত্তা। বহিরাগতদের আইনী নজরদারির মধ্যে আনলে কোন ধরণের ঝামেলা করতে সাহস পাবে না তারা।

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়