Ameen Qudir

Published:
2017-02-26 17:11:43 BdST

ডাক্তারদের হেনস্থা দেখে মজা লোটে যারা


 

ডা. তারিকুল ইসলাম
___________________


চিকিৎসা বিষয় বা জনগনের স্বাস্থ্য বা জনস্বাস্থ্য নিয়ে কারো কি কোন ভাবনা আছে? আমারতো মনে হয়, ডাক্তারদের শায়েস্তা করলেই সবঠিক ঠাক হয়ে যাবে।

আবার, ডাক্তারদের মুন্ডুপাত করার লোকের অভাব নেই(এমন কি কিছু ডাক্তারো সাথে যোগ দেয়, সায় দেয়। কিন্তু, এবিভাগের সমস্যা, সীমাবব্ধতা নিয়ে কেউ খোঁজ রাখেন না একেবারেই।


আবার সমস্যা হলো রুগী তার পছন্দমতো চিকিৎসা বিষয়ক বিষয়গুলি নিজে করতে পারেনা। আবার এই মহান দায়ীত্বটি পালন করতে হয় একজন ডাক্তারকে
। একারনেই এপেশাটিও মহান।


আবার অন্যান্য উন্নত দেশের মতো "ওয়াচ ডগ" আমাদের দেশে নেই। কেউ উৎসাহ দেখায় না, কেউ উৎসাহিত হয় না। কারন, স্বাস্থ্য, ওষুধ, পরীক্ষা-নিরীক্ষা সহজ সরলভাবে রুগীদের সামনে ইচ্ছা, সময়, জ্ঞান, দক্ষতার অভাব।


আবার এই বিষয়গুলিকে ভোক্তাদের সামনে নিয়ে আসার আগ্রহ বা প্রয়োজনীয়তা সরকার বা সরকারি সংস্থাগুলি প্রয়োজন মনে করেনা বা জ্ঞান, দক্ষতা নেই বা চিকিৎসা বিষয়ে জড়িত সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলির চোখ রাংগানিতেই কাবু বা অন্যকিছু বিষয় জড়িত।

আবার, আরেকটি দল আছে যারা বিষয়গুলো বুঝে তারা তাদের শ্রেষ্ঠতা বজায় রাখার জন্য, মাঝে বিদেশ ভ্রমনের জন্য সাধারন জনগনের সামনে আনতে উৎসাহ দেখায় না। তারা স্বযতনে সময় মতো স্বল্প পরিসরে আলোচনার মধ্যেই থাকেন।

সুতরাং, পুরো স্বাস্থ্য বিষয়টি একটা ধোঁয়াশার মধ্যেই থেকে যায়। আর সরকার, সরকারিদল মজা লুটতে থাকে চিকিৎসকদের হেনস্থা দেখে, যারা কিনা স্বাস্থ্য ব্যাবস্থার মূল চালিকা শক্তি।


কেউ খোঁজ রাখেনা বাজটে কত, এই বাজেট এদেশের স্বাস্থ্যের জন্য প্রতুল কি অপ্রতুল, ডাক্তার(যারা আপনাদের, সমাজের বর্তমান একমাত্র শত্রু)দের চাকুরীর সুবিধা-অসুবিধা, সুযোগ-সুবিধা ইত্যাদি। এসব জানার চেষ্টা করলে আপনি হতাশ হবেন, ডাক্তারদের প্রতি মায়া হবে, ছেলে মেয়েদের ডাক্তারি পড়ানো থেকে সরে আসবেন। তবে, ডাক্তারি পেশা মহান ও স্বাধীন পেশা, মানব সমাজ সুন্দর ও সুস্থ্য স্বাস্থ্য চায় আর এর কারিগর হলো একজন চিকিৎসক।

__________________________

ডা. তারিকুল ইসলাম । লোকসেবী চিকিৎসক। শুভচিন্তক।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়