Ameen Qudir

Published:
2017-02-25 18:42:46 BdST

মায়ের চিকিৎসা একজন চিকিৎসকের মর্মস্পর্শী আকুতি


ডাক্তার প্রতিদিন
_______________________


একজন চিকিৎসকের মর্মস্পর্শী আকুতি । অাকুল ভাষায় অাপন গর্ভধারিনী মায়ের চিকিৎসা নিয়ে তিনি তুলে ধরেছেন তার কষ্টের কথা। দেশের চিকিৎসক সমাজের সকলের এই আকুতিকে নিয়ে গভীরভাবে ভেবে দেখবার অবকাশ রয়েছে।

নোয়াখালীর লোকসেবী চিকিৎসক ডা. অাশীষ দেবনাথ সোশ্যাল মিডিয়ায় মর্মস্পর্শী কথামালায় বলেছেন, ____________________

"" মায়ের চিকিৎসার প্রয়োজনে গত চার মাস ঢাকায়ই বলা যায়। স্পষ্টতই বুঝতে পারি দেশে সকল সুযোগ-সুবিধা থাকলেও মানুষ কেন বিদেশে ছোটে। এদেশে চিকিৎসক-রোগী অনাস্থার সম্পর্কের মূল কারন রোগীকে প্রয়োজনীয় সময় না দেয়া।


যত বড় চিকিৎসক তত কম সময়, ততোধিক কম কথা!! রোগীর স্বজনদের সাথে চিকিৎসকের রোগীর রোগ সম্পর্কিত তথ্য আদান প্রদানের উন্নতি হলেই এমন অবস্থার উন্নতি সম্ভব।। ""'

ডাক্তার প্রতিদিনের সকল কর্মী এই সত্যসেবী চিকিৎসকের মর্মবেদনায় সমব্যথী। তার মায়ের সর্বাঙ্গীন কল্যানপ্রার্থী। পাশাপাশি এই চিকিৎসকের মর্মবেদনা সকলের উপলব্ধিকে জাগ্রত করুক, এই কামনা করি।

 

 

 

______________________________

 

প্রতিবেদন : আহির ফা হিয়ারন বুবকা। নির্বাহী সম্পাদক , ডাক্তার প্রতিদিন।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়