Ameen Qudir

Published:
2017-02-24 17:42:36 BdST

এসব 'চিকিৎসা' দেখে একটুও অপমান ও গ্লানি হয় না আপনাদের






মোহাম্মদ শামসুদ্দোহা তাপস
____________________________

আপনারা যারা অনেক বছর পড়ালেখা করে ডাক্তার হয়েছেন, তারপরেও প্রতিনিয়ত পড়ালেখা করে যাচ্ছেন আধুনিক চিকিৎসা ব্যবস্থার সাথে তাল মিলিয়ে চলতে আর উচ্চতর ডিগ্রী প্রাপ্তির প্রয়োজনে এই ছবিটা তাদের জন্যে।

একবার ভেবে দেখুন তো কি নির্দয় আর ভয়াবহ পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছে দেশের একটা বৃহত্তর জনগোষ্ঠী।


এদেশে এখনো গ্রামের মেয়েদের পেট ব্যাথার ট্রিটমেন্ট করতে গিয়ে প্রেগনেন্ট বানানো হয় যা মনে হয় গত সপ্তাহেও পত্রিকায় দেখলাম।

ক্যাবল টিভির চ্যানেলে সচিত্র বিজ্ঞাপন প্রচার করা হয় ছবি আর ফোন নাম্বার সহ ঝাড়ঁ ফুক এর মাধ্যমে বন্ধ্যত্ব সহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসার ; তাও আবার ১০০% গ্যারান্টি আর বিফলে মূল্য ফেরতের এর কথা বলে।

মঘা, কলিকাতা হারবাল ইত্যাদির বিজ্ঞাপন আর সাইনবোর্ড চোখে পরে খোদ রাজধানি তে, যাত্রাবাড়ী থেকে কাচপুর ব্রিজ, গাবতলি থেকে সাভার বা চন্দ্রা মোড়, মহাখালি থেকে জয়দেবপুর চৌরাস্থা, ফার্মগেট, গুলিস্থান কোথায় নয়। অন্য বিভাগীয় আর জেলা শহর গুলোর অবস্থা কিন্তু আরও ভয়াবহ !

 

আচ্ছা, কিছুই কি করার নেই আপনাদের? আপনাদের কি অপমান বোধ হয় না এসব দেখে? আপনারা কি পারেন না এই অপচিকিৎসার প্রতিকার করতে ? এর প্রতিবাদ করে ধর্মঘটে যেতে ? সরকার কে এর বিরুদ্ধে আল্টিমিটাম দিতে?

এটা ২০১৭ সাল। আমরা আর কত দিন অষ্টাদশ শতাব্দীতে বসবাসকরবো?

___________________________

 

 

মোহাম্মদ শামসুদ্দোহা তাপস । সুলেখক।
Managing Director at Advance Healthcare Solution Limited.

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়