Ameen Qudir

Published:
2017-02-23 19:11:04 BdST

বাংলাদেশের তৃনমূল স্বাস্থ্যসেবায় মুগ্ধ ইউরোপীয় ৬ রাষ্ট্রদূত




সংবাদদাতা
________________________

 

নানা সীমাবদ্ধতার পরও বাংলাদেশের স্বাস্থ্যসেবা সরজমিনে দেখে মুগ্ধ ইউরোপীয় দেশের প্রতিনিধিরা। তাদের অবাক বিস্ময়

কমিউনিটি ক্লিনিকের সেবা কার্যক্রম দেখে । অভিভূত হলেন ইউরোপের ৬ রাষ্ট্রদূত।

 

বুধবার দুপুরে দিনাজপুরের খানসামা উপজেলার কমিউনিটি ক্লিনিকসহ অন্য স্বাস্থ্যসেবা সরেজমিন পরিদর্শন করেন তারা। এরা হলেন ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত পিরেরা মাইডন, ইতালীর রাষ্ট্রদূত মারিও পালমা, জার্মানীর রাষ্ট্রদূত থমাস হেইরিজ প্রিন্স, নেদারল্যান্ডের রাষ্ট্রদূত লিওনি কুয়েলেনারে, ব্রিটেনের হাইকমিশনার এলিসন ব্ল্যাক এবং ডেনমার্কের রাষ্ট্রদূত মাইকেল হেসনিটি উইনথার।

এই সব কমিউনিটি ক্লিনিক থেকে ৮২ শতাংশ এলাকাবাসী সেবা নেয়। আর দিন হিসাবে গড়ে সেবা নেয়া মানুষের সংখ্যা ৩৫ জন।

‘রিভাইটালাইজেশন অব কমিউনিটি হেলথ কেয়ার ইনিশিয়েটিভস ইন বাংলাদেশ’ প্রকল্প বা কমিউনিটি ক্লিনিক প্রকল্প। জাতিসংঘের মহাসচিব বান কি মুন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক মার্গারেট চ্যান বাংলাদেশ সফরের সময় কমিউনিটি ক্লিনিকের কাজ দেখে গেছেন।


তারাও মুগ্ধতা জানান তৃনমূলের সেবায়।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়