Ameen Qudir

Published:
2017-02-23 15:36:21 BdST

দেশের ডাক্তারদের দুর্গতি ও মেডিকেল শিক্ষার চরম দুর্দশা নিয়ে এক ডাক্তার অধ্যাপকের মূল্যবান লেখা


 


অধ্যাপক ডা. মুজিবুল হক
_____________________________

 


সন্তান এ সময় ডাক্তার হতে চায় এমনটা ব্যাতিক্রম।


পিতা/মাতা রাই তাদের প্রতিভাবান, আনন্দ উজ্জ্বল ছেলে / মেয়ে কে, এই ভুত/ ভবিষ্যৎ হীন পথে ঠেলে দেন।

ঠিক এই মুহু'র্তে একজন MBBS ডাক্তারের প্রায় কোনও চাকরী নাই।


প্রতি বছর ১০০০০ হাজার ডঃ তৈরী হচ্ছে , অথচ সরকারী চাকুরি ১০০/১৫০ জন, (তাও প্রতিবছর নয়)।

এ ছাড়া খুব কম বেতনে প্রাইভেট হাসপাতালে সন্মানহীন মর্যাদায় ১০% ডাক্তারের চাকরি থাকতে পারে। আর সবাইকে বেকার থাকতেই হচ্ছে। এমনকি, বিনাবেতনে কাজের জন্য ধর্না দিতে হচ্ছে ।


আনন্দন হীন, বেকার জীবন সামনে। চাল ডাল , ভুমি ব্যবসায়ী শুধু ভর্তি ব্যবসার জন্যে কিন্ডার গার্টেনের মত মেডিকেল কলেজ খুলেছেন, রুগী বিহীন, শিক্ষক বিহীন।


সব মিলে প্রায় ১০০ টা ছাড়িয়ে যাবে। পশ্চিম বাংলায় ৪৭ সালে ৯ টা মেডিকেল কলেজ ছিলো, এখন ১৭ টা ।

অভিভাবক গন, আপনারা সুবিবেচনা করে সন্তান দের উচ্চ শিক্ষার জন্য পাঠাবেন।এটা ঠিক অতুল্য মেধা, আর dedication এর কারনে বিশ্ব জুড়ে "ডাক্তার" নামটি খুবই সমাদৃত।

এদেশে এখন ঘুযের টাকা থাকলে মেডিকেলে পড়ান কোনও ব্যাপারই না।


কিন্তু এর পর? বড় ডাক্তার ( নিজ দেশে FCPS,MD,MS) হওয়া স্বপ্নাতীত। ৬/৭ বছর নিজের খেয়েও পাশের হার প্রায় নাই।

medical এ এক গবেষণায় দেখা গেছে ৪০% ছাত্র বিষন্নতায় ভুগছে।


গভীর দুঃখে কথা গুলো বলা।
তাছাড়াও আমাদের(commonwealth ভুক্ত দেশ গুলোতে) medical carriculam ৫০ বছর পুরাতন, সেকেলে। এদেশে ডাঃ দের দুর্দশার জন্যে অবাস্তব পাঠ্যক্রম ও দায়ী।

এখনএ ১০ kg ওজনের Grey's Anatomy, মাদ্রাসার মত হেফজ করান হয়, যা ভবিষ্যৎ এ surgeon না হলে কোনও কাজে লাগে না।

curricula তে মানসিক রোগ ২০ ঘণ্টা, physical medicin ৫ ঘণ্টা, সে জায়গায় anatomy ৭০০ ঘণ্টা। অথচ MBBS ডাক্তার নিয়ে জনমানুষের যে প্রত্যাশা , তাতে anatomy এত দীর্ঘ সময় নিয়ে পড়ানো, এবং অকল্পনীও আত্যাচারের মত করে পড়ানো সম্পুর্ন অন্যায়। ৫০০০০ ডাক্তারের মধ্যে, ৫/৭ শ জন মাত্র সার্জন । তদের পড়াশোনা আরও ৭ বছর মেয়াদী।

সে সময়েই তারা আাবার ১০ kg ওজনের Grey's anatomy পড়ে নিতে পারেন। MBBS level এ কেনো। শুধু রুগীর সঙ্গে সম্পর্ক হীন মুখস্ত, আর পরীক্ষক এর সামনে ওগলানো।

আমাদের ডাক্তার রা ভালো মুখস্ত বিদ্যার কারণে যদিও এক বারেই MRCP, বা America এর বিশেজ্ঞের( USAMELI)পরীক্ষা পাশ করে ফেলেন,(America তে আমাদের প্রচুর, এখান থেকে private med থেকে পাশ ডাক্তার বড় বড় hospital এ কাজ করছেন) কিন্তু ৫ম বর্ষে গ্রামে গিয়ে অসুস্থ মাকে একটা IV injection দিতে ভয় পান, কারন এটা তাদের organised ভাবে শেখান হয় নি। কি অদ্ভুত curricula ।


তুলনায় আমেরিকার অতি বিখ্যাত সব মেডিকেল এ graduation, ৪ বছর লাগে। প্রথম ২ বছরের ভেতর anatomy /Physiology /biochem/ genetics/
public health/ biostat সব শেষ( এসবের প্রাথমিক কিছু তারা অবশ্য undergraduate এ ই পড়ে ফেলে)।

একেবারে অন্যরকম class। মুখস্থ বিদ্যা নাই।শিক্ষকের গত বাধা one way বিরক্তিকর বই দেখে বক্তৃতা নাই।

কিছু ধারনা দিয়ে group discussion। মেধাবী ছাত্র / ছাত্রী,
teacher এর guidance নিজেরাই বই পত্র যোগাড় করে বিতর্ক করে। একেবারেই involved feel করে।

৩য়/৪র্থ বছর থেকে পুরোপুরি হাসপাতালে রুগীর সংগে।

নার্স এর সংগে রুগী সেবা ও সে রুগী নিয়ে intigrated পড়াশোনা করান concerned teachers. এতে পড়াশোনা থাকে আনন্দ ময়,। প্রকৃত ডাক্তার হয়।

যাই হোক, সময়টা ডাক্তার হবার নয়।

মন্ত্রী / আমলারা গ্রাম গঞ্জ থেকে শহুরে বড় হাসপাতালের পিন থেকে চুন এর ব্যাবস্থাপনার দায়িত্বে। সার্জন আছেন ত oparation এর মুল লোক, anesthetic এর postingদেয়া নাই। রক্ত এর ব্যাবস্থা নাই। সার্জ 'ন / জরুরী গাইনী oparation, বিশেষজ্ঞ হয়েও সাহস( রক্ত ছাড়া) পান না।

কিছু করতে না গেলে public চড়াও হয়।আজ সিয়েরালিয়ন সহ বহু দেশে বাংলাদেশের জয়জয়কার। এর মুলে রয়েছে ডাক্তার রা , ( Army) ডাক্তার পূর্ণ
unit থাকা।

 

সামান্য পয়সার জন্যে ambulance পড়ে আছে। সচিবালয় এর আনুমতি লাগবে।

শিক্ষক সহ নানা কিছুর অভাব থাকা সত্ত্বেও প্রয়োজন অতিরিক্ত medical college অনুমতি দেয়া হয়েছে।যদি technical ধরনের ministry এর সর্ব উচ্চ জন হতেন বিশেষজ্ঞ।নিবেদিত,দক্ষ, সৎ। ডাক্তার দের দেশজোড়া সমস্যার সমাধান আর কেঊ তেমন করে বুঝবে না ।

ডাক্তার দের সাফল্যের ঘাটতির জন্য দায়ী অন্যকেউ।

__________________________________

লেখক অধ্যাপক ডা. মুজিবুল হক । দেশের প্রখ্যাত লোকসেবী চিকিৎসক। সুলেখক ।
FCPS FRCP(uk)DDV(austria)
Skin & Sexul medicine specialist
Popular Dhanmondi 2

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়