Ameen Qudir

Published:
2017-02-21 16:19:46 BdST

ডাক্তারদের রক্তে রাঙানো : অার কত রক্ত ঝরাবে আমাদের ?


এই ফেব্রুয়ারীতেই ঝরেছে দেশের নানা স্থানে ডা. তন্ময়সহ ডাক্তারদের রক্ত।

 

 

সুমন হুসাইন, ময়মনসিংহ মেডিকেল কলেজ
________________________


"আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী, আমি কি ভুলিতে পারি? "- দেশাত্নবোধক এ গানটা বাজছে চারিদিকে । গানটা শুনলেই কেমন জানি গায়ে কাঁটা দিয়ে উঠে, কান্না কান্না লাগে ।

 

আমার না শুধু, মনে হয় এই অনুভূতিটা অনেকেরই হয় । আমার ভাষা, আমার বর্ণমালা, আমার গর্ব ।
হ্যাঁ, আমার গর্ব হয় একজন বাঙালি হয়ে । আবার গর্ব হয় একজন মেডিকেল শিক্ষার্থী হিসেবে ।

কারণ, আমার বর্ণমালার চন্দ্রবিন্দু, র এর ফোঁটায়, 'আ' কার, "ি" কার, অ, অা, ক,খ তে লেগে আছে আমার অগ্রজদের ছোপছোপ রক্ত । আমার অগ্রজদের প্রতিবাদ, তাদের রাজপথ, মিছিল, চোখ ঝলসানো কাঁদুনে গ্যাস, রাজনীতি, ঘাম, কান্না, সবকিছুর বিনিময়েই আমার এ বর্ণমালা ।

 

ইতিহাস পড়ো বাঙালি, বাঙালি হও ।কাদের রক্তে তোমার আমার এ ভাষা, জানো?
যে শহীদ মিনারে বারোটা বাজলেই ফুলে ফুলে সাজবে, প্রভাতফেরী যাবে, করুণ কণ্ঠের দেশাত্নবোধক গান বাজবে , তোমরা আবেগাপ্লুত হয়ে যাবে, ফেসবুকে একদিনের দেশপ্রেমিক হয়ে যাবে - এই শহীদ মিনারের নেপথ্যে কারা ছিলো জানো?


- মেডিকেলের ছাত্ররা ছিলো, চিকিৎসকেরা ছিলো ।
আমার অগ্রজ ভাইয়েরা ছিলো ! যাদের অনুজদেরকে আজ তোমরা রক্তে রঞ্জিত করছো ! যাদের রক্তে তোমরা হোলি খেলছো । তোমাদের হাতে যারা খুন হচ্ছে ! তোমাদের আঘাতে যারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আজ!
আমার বোনেরা ছিলো , যাদের অনুজদেরকে তোমরা আজ লাঞ্চিত করো !


সেই ডাক্তারদেরকেই তোমরা কসাই বলো, লোভী বলো - যাদের আত্নাহুতি, যাদের প্রতিবাদের কারনেই তোমরা আজ ভাষাকে পেয়েছো , একটা শহীদ মিনার পেয়েছো ।


ইতিহাস পড়ো বাঙালি, নিজের জন্মকে জানো, তুমি তো জারজ নও । তোমার জন্মের এক গৌরবময় ইতিহাস আছে ।

 

 


শহীদ বুদ্ধিজীবীর রক্তে মিশেছে মহান ডাক্তারদেরও রক্ত।

 

 

 

বাঙালির সকল ইতিহাসে ডাক্তাররা ছিলো, মেডিকেল ছাত্ররা ছিলো । ৬৯ এ ছিলো । মুক্তিযুদ্ধে আমার ভাইয়েরা নিজেরা প্রাণ দিয়েছে, আহত মুক্তিযোদ্ধাদেরকে চিকিৎসা দিয়েছে, আমার বোনদেরকেই লাঞ্চিতা হতে হয়েছে । ডাঃ আবদুল আলীম চৌধুরী , ডাঃ ফজলে রাব্বি সহ অনেককেই নির্মমভাবে প্রাণ দিতে হয়েছে রাজাকারদের হাতে ।
আজকের যে বাংলাদেশ, যে বাংলাদেশের গর্বিত নাগরিক তোমরা - তার জন্মে আমরা রক্ত দিয়েছি, সেবা দিয়েছি ।
ইতিহাস পড়ো বাঙালি ।
স্বৈরাচারীর সরকারের পতন যাদের হাত ধরে এসেছিলো - সেই ডাঃ মিলনও একজন ডাক্তারই ছিলো !

আমার অগ্রজেরাই আমার দেশের ইতিহাস লিখেছিলো বুকের রক্ত দিয়ে । তাদের একহাতে স্টেনগান, আর এক হাতে ছিলো স্টেথোস্কোপ । জয় বাংলার সৈনিক ছিলো তারা ।
যেই ভাষা, যেই বাংলাকে নিয়ে তোমরা গর্ব করো, সেই ইতিহাস এই ডাক্তারদের রক্তেও রচিত হয়েছিলো ।

ইতিহাস জানো না বাঙালি, ইতিহাস জানো । নিজের জন্মদাতাকে চিনো , ঈশ্বরের পরে যারা তোমার ঈশ্বর তাদেরকে চিনো । তোমার জন্ম হচ্ছে একজন ডাক্তারের হাতে, বেঁচে যে আছো - সেটাও এই ডাক্তারদেরই হাত ধরে, মৃত্যু যে হবে - তার সাক্ষীও এই ডাক্তারদেরই হাতে ।
তোমার জন্ম, তোমার মৃত্যু যাদের হাতে রচিত হয় - তাদের গায়ের রক্তও তোমাদের হাতেই ঝরে । কতটা বীরপুরুষ তোমরা, বুঝতে পারছো !

যাদের ব্যক্তিগতজীবন বলতে কিছু নেই, যাদের জীবনটা হাসপাতালের কাটা, ছেঁড়া, রক্তের গন্ধের মধ্য দিয়ে কাটে , তাদেরকেই তোমরা লাঞ্চিত করো । কতটা বীরপুরুষ তুমি , বুঝতে পারছো !
যে মানুষগুলো তুমি অসুস্থ হলে, খাওয়া দাওয়া, সবকিছু বাদ দিয়ে তোমার সেবা করে, তোমার মায়ের চেয়েও বড় ঈশ্বর এরা । তাদেরকেই তুমি অাঘাত করছো ।
বুঝতে পারছো, তোমরা কতটা বীরপুরুষ !

আমাদেরকে দূর্বল মনে হচ্ছে, বীরপুরুষের দল ? তাহলে ইতিহাস পড়ো, ইতিহাস জানো ! তাহলে সব পরিষ্কার হয়ে যাবে !
আমরা স্টেনগানও ধরতে পারি, আমরাও শত্রুর বুকে গুলি চালাতে পারি ।
আমরা দেশকে ভালোবাসি, যে তোমরা আমাদেরকে অাঘাত করছো - তোমাদেরকেও ভালোবাসি ।

যে প্রেমিক ভালোবাসায় প্রত্যাখ্যাত হয়, তার অবস্থাটা হয় কি জানো ? সে নিজেকে ভালোবাসে না, কারো জন্য ভালোবাসাও থাকে না ।

আমাদেরকে সেই অবস্থায় যেতে বাধ্য করো না । যদি যেতেই হয়, তাহলে রেজাল্টটা ভালো হবে না । সেটা যদি বেশি বোকা না হও, বুঝতেই পারো !
একটা দিন, শুধু একটা দিন !
সারা বাংলাদেশে চিকিৎসা বন্ধ হয়ে যাবে !
সেদিন বুঝবে, তোমাদেরকে কতটা ভালোবাসি আমরা !
আমরা এখন ভালো করে বলছি, পরে কথার সুরটাও চেঞ্জ হয়ে যাবে । তখন বুঝবে আমরা কি !

আমাদের পূর্বপুরুষের রক্তে বেইমানি ছিলো না , আমার পূর্বপুরুষ যেমন রক্ত দিয়ে অধিকার আদায় করেছে, আমরাও পারবো । কিভাবে অধিকার আদায় করতে হয় - সেটা আমরা অনেক ভালো জানি ।
ইতিহাস পড়ো বাঙালি, ইতিহাস জানো না, ইতিহাস জানো ।

পুনশ্চ : একুশের শিক্ষা সবার মধ্যে ছড়িয়ে যাক, ভালো থাক বাঙালি, সুস্থ থাকো ।

__________________________

 

সুমন হুসাইন, ময়মনসিংহ মেডিকেল কলেজ।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়