Ameen Qudir

Published:
2017-01-16 16:41:23 BdST

generic নিয়ে অতিরিক্ত করলে নিম্নমানের প্যারাসিটামলে শত শিশুর মৃত্যুর মত ঘটনা ঘটবে



অধ্যাপক ডা. মুজিবুল হক

_______________________


ভারতে ভারতীয় ডাক্তাররা নিজ হাতেই লেখেন।এবং কোনও ঔষধ ই generic নয়।

বরং কলকাতার ডাক্তারবৃন্দ শুধু ইংরাজিতে এডভাইস লেখেন ( কেমন করে খেতে হবে ইত্যাদি).. খাটি বাঙালী বুঝতে পেরেও।

আর
বাংলাদেশে এখানে এপোলো /ইউনাটেড-এ আগেই বাছাইকৃত square / baximco এর ওষুধই রাখা হয়,আর এখান থেকে কিনতে হয়। বাইরে থেকে কেনা য়ায় না।


generic নিয়ে অতিরিক্ত করা হলে নিম্ন মানের প্যারাসিটামল খেয়ে শত শিশুর মৃত্যুর মত অজস্র মৃত্যুর ঘটনা ঘটতে থাকবেই। অামরা সাবধান না হলে , এবং বাস্তবতামুখীন না হলে বিপদ।

রোগী দের ভালমন্দ নিয়ে সদা চিন্তাভাবনাকারী শুভার্থীদের প্রতি বলব,

আমরা ডাক্তাররা আপনাদের /আমাদের সুরক্ষার জন্যেই বলি।

vit দেয়া হয় আলাদা, আলাদা কারনে। কোনওটা megaloblastic anaemias,কোনওটা hypoplastic anaemia তে।


কোনওটা neutropenia তে।কোনওটায় কোনটায় iron+folic acid+ vit B12 নাগবে, কোনওটায় biotin যোগ হবে, কোনওটায় coral থেকে তৈরী calciam যোগ হবে, kidney র কারনে কোন কোনও উপাদান দেয়া যাবেনা। কোনওটায় antioxident যোগ হবে, কোনওটায় polymaltose iron যোগ হবে, কোনওটায় না।


radiant /square /baximco এসব সততায় নাম করেছে vit তৈরীতে। ISO, অর্থাৎ বিশ্বমান অর্জন করেছে কেউ।

শুধু vit লিখে দিলে mystic,cosmic এমন license প্রাপ্ত অথচ অজানা company এর ওষুধই দিবে ফার্মেসী থেকে। আপনি আমি জানি, নাহয় সামান্য লোভে এত শিশুর করুণ মৃত্যু হতো না।


আপনি একটা হোটেলে এ খেতে brand নাম খোঁজেন।পাড়ার গলির হোটেল খোঁজেন না কেনো ? সেটার নামও ত হোটেল।

জীবন নিয়ে ডাবলস্ট্যান্ডার্ড দেখাবেন না দয়া করে। জীবন বাঁচাতেই চিকিৎসা সেবা। জীবনরক্ষাতেই চিকিৎসক। মানুষের সেবা, সুরক্ষা , জীবন রক্ষা , রোগ নিরাময়ই ডাক্তারদের ব্রত। একাজ ডাক্তারদেরই, অন্য কারও নয়।

_________________________________

 

লেখক অধ্যাপক ডা. মুজিবুল হক । দেশের প্রখ্যাত লোকসেবী চিকিৎসক। সুলেখক ।
FCPS FRCP(uk)DDV(austria)
Skin & Sexul medicine specialist
Popular Dhanmondi 2

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়