Ameen Qudir

Published:
2017-01-14 16:15:18 BdST

এই প্রেসক্রিপশন কে পড়তে পারবেন, হাত তুলুন


 

ডা. অঞ্জলি সাহা
______________________

আমাদের ডাক্তারদের নিজেদেরও শুধরাতে হবে। সময়ের সাথে তাল মেলাতে হবে। যে ছাত্রটি ছিল মেধাবী, ক্লাসের সবচেয়ে সুন্দর হাতের লেখার অধিকারী ; ডাক্তার হয়ে কি অপরাধ করলো সে ! তার হাতের লেখা একসময় শিক্ষকদের মধ্যে বিস্ময় জাগাত । সবাই ধন্য ধন্য করতো। তাদের হাতের লেখা নিয়ে আজ কেন এত বিতর্ক।
এজন্য আমরা ডাক্তাররা কি একদমই দায়ী নই। সেই মুক্তোর মত হস্তাক্ষরের শিক্ষার্থীর হাতের লেখার আজ কেন এই বিশ্রি ছিরি।

বিষয়টি আমাদের আমলে নিতে হবে। আমাদের আত্মমূল্যায়ন করতে হবে। আত্মজিজ্ঞাসা, আত্মোপলব্ধি ছাড়া কোন পেশাদার মানুষ এগোতে পারে না।

এখানে যে ছবিটি দেয়া হল, সেটা এখন অনলাইন বা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ছবিটি বানোয়াট বলে হয়তো আমরা দায় এড়াতে পারবো। কিন্তু বাস্তবতার নিরিখে কি নিজেদের মুখ লুকাতে পারবো।
না। পারবো না।
আমি ডাক্তার হিসেবে জানি, অনেক বড় ডাক্তারের হাতের লেখা অপাঠ্য। আবার খুব সুন্দর করে লেখেন , এমন ডাক্তারদের সংখ্যাই প্রকৃত বিচারে বেশী।
তারপরও দুর্গন্ধই বেশী ছড়ায়। এজন্য এই দায় নিয়েই মোকাবেলা করতে হবে।

অাজকে থেকে শপথ , যেভাবে স্কুল কলেজে সুন্দর করে লিখতাম, সেভাবেই লিখব।

অামরা আধুনিক ডিজিটালও হতে পারি। কম্পুটারাইজড প্রেসক্রিপশন লেখা আমাদের জন্য কোন কঠিন কাজ নয়। চাইলেই সম্ভব। তরুন ডাক্তার যারা আছি, নিজেদের বদলে ফেলার এখনই সময়।

___________________________


ডা. অঞ্জলি সাহা । ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়