Ameen Qudir

Published:
2017-01-08 14:23:18 BdST

এটাই ছিলো প্রথম ও সার্থক কাজ


 

 

অধ্যাপক ডা. মুজিবুল হক
____________________________


চিকিৎসক জীবনে একটি মেয়ের কথা মনে পড়ে। মেয়েটির কপালে এক বড় শ্বেতীর(ধবল), দাগ। এটা কিছুতেই ভালো করা যাচ্ছিলো না। কিছুটা অসচ্ছল পরিবারের মেয়ে।
মেয়েটির বিয়ে আটকে ছিল এজন্যে ।


বেশ ক বছর আগের কথা। আমি ঢাকা মেডিকেল কলেজ এ স্কিন বিভাগে এক ছোট অপারেশন কক্ষ গড়ে তুলি। মেয়েটিকে সেখানে mini punch (উরু থেকে skinনিয়ে কপালে লাগানো)করি।


বিভাগটিতে এটাই ছিলো প্রথম ও সার্থক কাজ। সম্পুর্ন ভালো হয়ে যায় সুন্দর দেখতে মেয়েটি ।

অনেক ভালো বিয়ে হয়।বিয়ের পর দেখা হয়।
খুবই ভালো লাগার অনুভূতিতে মন ভরে থাকে অনেকদিন।বর্তমানে বৃহত্তর প্রেক্ষাপটে Aesthetic dermatology নামে ত্বক ( স্কিন ) বিভাগে এক অনন্য subspeciality গড়ে উঠেছে।

_______________________________

 

 

লেখক অধ্যাপক ডা. মুজিবুল হক । দেশের প্রখ্যাত লোকসেবী চিকিৎসক। সুলেখক ।
FCPS FRCP(uk)DDV(austria)
Skin & Sexul medicine specialist
Popular Dhanmondi 2

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়