Ameen Qudir

Published:
2017-01-07 17:40:37 BdST

ব্যর্থ রাষ্ট্র পাকিস্তানও ১ লাখ টাকা দেয়, আপনারা পারেন খালি ফেল করাতে


 

 

 

 

 

________________________

ডা.শরীফ কাদরী
_____________


জাপানে এসেছি পিএইচডি করতে কিছুদিন হলো।
জাপানের প্রথম সারির একটা মেডিকেল
বিশ্ববিদ্যালয়ে। আমাদের এন্ড্রোক্রাইন বিভাগে
মোট ২০ জন রেসিডেন্ট ডাক্তার আছেন। এদের
সবার নিজস্ব অফিস ডেস্ক আছে। অফিসে
সাজানো থরে থরে খাবার, যা ইচ্ছা যত ইচ্ছা খাও।
নাইট ডিউটি সপ্তাহে ১ দিন, কিন্তু যা দেখলাম এরা
সন্ধ্যার পরে বাড়ি যায়না, খালি অফিসে বসে গল্পসল্প
করে।


আমি ভাবছি এদের পেটের চিন্তা নাই? খ্যাপ
মারা কিংবা চেম্বার, কি করে খায়?
পরে একজন আমার কলিগ ডাঃ মিকিও কে জিজ্ঞাসা
করলাম তোমরা কি স্যালারি পাও? মিকিও উত্তর শুনে
অনেকক্ষন কথা অফ হয়ে গেছে কারন
স্যালারী মাত্র ৮ লাখ ইয়েন, ধরেন বাংলাদেশী
টাকায় ৭ লাখ টাকা ।
জ্বি হ্যা রেসিডেন্টের বেতন ৭ লাখ!!!
আচ্ছা এসব গল্প করছি একটা দুঃখে , গত পরশু
এফসিপিএস এক্সাম হয়ে গেলো, পাশের হার হাহাকার
রকমের।

এবার শুরু হবে দুনিয়ার কুখ্যাত ট্রেনিং,
পেটে ভাত নাই, মা বাবা তাকিয়ে আছে, বিয়ের বয়স
পার হয়ে যাচ্ছে আর সবাই আপনার কাছে বিনে
পয়সায় মুখে হাসি নিয়ে সেবা চাচ্ছে?
যার পেটে ভাত নাই, সে হাসবে কেমনে?
আমাদের বিসিপিএস, বিএমডিসি বড় বড় কথা শোনায়।


গত
কয়েক বছর যাবত যে ষ্টাইলে এফসিপিএস নিচ্ছে,
আবার ঐদিন সাক্ষাতকার এ দেখলাম আমাদের বিখ্যাত
এক স্যার খুব ভাব নিয়ে বলছে সরকারের টাকা নাই,
তাই রেসিডেন্ট ট্রেইনিদের দিতে পারেনা।
স্যার সরকার থেকে দুটা পয়সা আদায়ের হ্যাডম নাই,
পারেন খালি ফেল করাতে আর কঠিন প্রশ্ন করে
বাহাদুরি দেখাতে।


এটা অনেকটা ভাত দিতে পারেনা, বউ কিলানোর
ওস্তাদ টাইপ।
বাংলাদেশ কি আর জাপান? আমি কি বলছি ৭ লাখ দেন?
হাজার বিশেক টাকা দিলে কি আপনার হাত পা খসে
পড়বে? ব্যর্থ রাষ্ট্র পাকিস্তান তাদের
রেসিডেন্সিদের ১ লাখ দিতে পারলে আপনি
পারবেন না কেন?


বিএমএ নির্বাচন শেষ, আমাদের নেতারা পারলে
হাতে ধরে, সালাম করে গ্রামের চেয়ারম্যান এর
মতো ভোট আদায় করে। স্যার ইলেকশন শেষ,
শীত ও বাড়ছে। লেপ কম্বল নিয়ে আগামী
ইলেকশন পর্যন্ত ঘুম দেন।

 

সবাই সরকারী বেসরকারি নিয়ে মারামারি করে, দিলিপ
স্যার নিয়া সমালোচনা করে, মাঠ উত্তপ্ত করে। কিন্তু
তাদের পরাতে যে লুঙ্গী নাই সে খেয়াল
করেনা।
এদেশে ডাক্তার হওয়া পাপ, এদেশে পড়াশোনা করা
পাপ, এদেশে সবার শুধু পলিটিশিয়ান হওয়া উচিত। অবশ্য
দুনিয়ার আর কোন সভ্য দেশেই পলিটিকাল ট্যাগ
ওয়ালা ডাক্তার নাই, সব আমার সোনার বাংলাদেশে।

____________________________
ডা.শরীফ কাদরী । জাপানে পিএইচডি গবেষনারত চিকিৎসক।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়