Ameen Qudir

Published:
2019-02-08 01:03:25 BdST

অভিনন্দনএকুশে পদক পেলেন মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আনোয়ারা সৈয়দ হক


ডেস্ক
___________________

ভাষা ও সাহিত্যে একুশে পদক ২০১৯ পেলেন মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা.
আনোয়ারা সৈয়দ হক ।
১৯৫৯ সালে তিনি ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন। লন্ডন থেকে ১৯৮২ সালে সাইকিয়াট্রিতে এমআরসিপি ডিগ্রী লাভ করে দেশে ফিরে আসেন।
সাহিত্যবিদগন বলেন,
একজন মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে তাঁর রচনায় মনস্তাত্ত্বিক দিকগুলো তুলে ধরেছেন। ঢাকা মেডিকেল কলেজে পড়ার সময় লেখালেখির পাশাপাশি তিনি কলেজের বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে জড়িয়ে পড়েন।

১৯৬৫ সালে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

তাঁর গ্রন্থতালিকায় ছোটগল্প, উপন্যাস, কাব্যগ্রন্থ, প্রবন্ধ, অনুবাদ, শিশু সাহিত্য, ভ্রমণকথা, স্মৃতিকথা উল্লেখযোগ্য ।

কাজের স্বীকৃতি স্বরুপ পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার (২০১০) কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কার ( ২০০৭), ব্যাংক সাহিত্য পুরস্কার (২০০৬), অনন্যা সাহিত্য পুরস্কার, মাইকেল মধুসূদন পুরস্কার।
তথ্যসূত্র ডা. রাশিদুল হক।

 

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়