Ameen Qudir

Published:
2019-02-05 10:13:34 BdST

আমি একজন দেশ প্রেমিক ডাক্তার


 



ব্রিগেডিয়ার জেনারেল ডা. নাসির উদ্দিন আহমেদ
----------------------------------------


আমি ডাক্তার হয়ে অপরাধ করিনি।৩৩ বছর এ দেশে সাধ্যের অতিরিক্ত কষ্ট করে রোগী দেখা ও হাসপাতাল ব্যবস্থাপনার অভিজ্ঞতা থেকে বলছিঃ
সব না জেনে মন্তব্য করলে সমাজের ক্ষতি হয়।

একটি পেশা কে জনগণের প্রতিপক্ষ বানানো সুবিবেচনা প্রসূত কাজ নয়।

যে কোন পেশায়, কিছু ব্যাক্তির খারাপ কাজের জন্য পুরো পেশাকে অসম্মানিত করা ঠিক নয়।

এদেশের স্বাস্থ্য ব্যবস্থার মৌলিক বিষয় এবং পদ্ধতির ক্রটি না জেনে মন্তব্য করা অনুচিত।

কারিগরি পেশায় শুধু একটি দল কাজ করে না ।
ডাক্তারী পেশায় সব স্তরের জনবল ( নার্স,টেকনিশিয়ান,ওয়ার্ড বয়,আয়া) দক্ষ না হলে শুধু ডাক্তারদের দায়ী করে সমস্যার সমাধান কখনোই হবে না।

আপনি যেমন যশোরের বাসে উঠে চট্টগ্রাম কখনোই যেতে পারবেন না, তেমনি বিদ্যমান ব্যবস্থায় জনগণকে কখনো মানসন্মত স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে পারবেন না।

এ দেশে সব পেশাতেই দুষ্ট চক্র আছে। কেউই পারফেক্ট না।

★চারটি কাজ করুনঃ

~কারা ডাক্তার ডিগ্রি ব্যবহার করবে তা নিশ্চিত করুন এবং
~একজন ডাক্তার কতজন রোগী দেখবে তা নিশ্চিত করুন।
~রেফারেল সিস্টেম চালু করুন।
~হেলথ ইন্সিউরেন্স চালু করুন।

★ডাক্তার সমাজ কে বলবঃ
—যুক্তি দিয়ে বক্তব্য দিন।
—আবেগ দিয়ে রাজনীতি হয় চিকিৎসা সেবা হবে না।


---------------------------------
ব্রিগেডিয়ার জেনারেল ডা. নাসির উদ্দিন আহমেদ
পরিচালক
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়