Ameen Qudir

Published:
2018-12-14 22:33:16 BdST

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছা ছিল ডাক্তার হবেন: জানালেন অকপটে



ডেস্ক
______________________

চিকিৎসা সেবাই পরম সেবা ; পরম মানবসেবা ; দেশ বিদেশের অসংখ্য জ্ঞানী গুণীজন সেকথা অকপটে বলে গেছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী , বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাও চেয়েছিলেন চিকিৎসক হতে।লেটস টক উইথ শেখ হাসিনা’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তাঁর স্বভাবসুলভ সহজ সরল ভাষাতেই জানান ‘আমার ছোটবেলায় ইচ্ছা ছিল ডাক্তার হবো। এসএসসি পরীক্ষা দিলাম, তখন দেখলাম অঙ্কে কাঁচা। আর বন্ধুরা সবাই আর্টসে ছিল, আমিও আর্টসে ভর্তি হই। এরপর ইচ্ছা ছিল শিক্ষক হবার। আবার শিক্ষক মানে প্রাইমারি স্কুলের শিক্ষক। বাচ্চাদের পড়াব।’

তরুণদের নিয়ে গণভবনে হয়ে যাওয়া মনোজ্ঞ ‘লেটস টক উইথ শেখ হাসিনা’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

শরীরকে কীভাবে ঠিক রাখছেন? প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের জীবনে রুটিন ঠিক থাকে না। তবে ফিট থাকতে আমি নামাজ পড়ি নিয়মিত। আর তেমন ব্যয়াম হয় না। আর গণভবনে থাকা বন্দী জীবনের মতন। তারপরও চেষ্টা করি সকালে উঠে একটু হাঁটতে। ছাদে হাঁটি। আর পরিমিতভাবে খেলে সুস্থ্য থাকা যায়। আর চিন্তা-ভাবনাকে স্বচ্ছ রাখা এবং সবচাইতে গুরুত্বপূর্ণ আমি সুস্থ্য থাকব এটা ভাবা।’

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়