Ameen Qudir

Published:
2018-07-18 18:57:48 BdST

শোক এপিটাফঅবলা প্রানীকে এতো ভালবাসলেন : আর নিজের এতো উদাসীন কেন ছিলেন দাদা !


 



ডা.বেলায়েত হোসেন ঢালী
_____________________________________

উইলিয়াম লুসাইদা,
আমার বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছে যে আপনি আর নেই।
নিজেকে কী করে বিশ্বাস করাই বলুন তো?
কাল সকালে আপনার অসুস্থতার খবর শুনে আপনার বাসায় (হাসপাতালের কোয়ার্টার) গেলাম আমি ও ডা. মাহমুদ।আপনার বিছানায় আপনারই পাশে বসলাম, আপনার কপালে হাত দিয়ে বললাম দাদা এখনওতো জ্বর আছে কিছু খেয়ে প্যারাসিটামল খেয়ে নিন।আর বললাম ডাবের পানি, সরবত,কলা ও ফল খান, তাহলে ভাল লাগবে।বেশি করে খাবেন ও নিজের যত্ন নিবেন,অবহেলা করবেন না।আপনি তো কথা রাখলেন না।সারাটা জীবন খামখেয়ালি করেই কাটিয়ে দিলেন।আজ বেশি অসুস্থ হয়ে পড়লেন, সবাই আপনাকে চট্টগ্রাম আসতে বলল,আপনি আসলেন না।আবারও খামখেয়ালি!!আর আপনার এই খামখেয়ালির পরিনতি, আপনি এখন অতীত,শুধুই অতীত।

আশ্চর্য লাগে,গত সপ্তাহে অফিসে আপনার রুমে বসে কতো গল্প করলাম,দুজনে হাসাহাসি করলাম,একসাথে চা খেলাম।আপনি আপনার বাসার কুকুরের গল্প করলেন,বললেন মাইক্রো করে কুকুরের কানের চিকিৎসা করানোর জন্যে চট্টগ্রামে এসেছেন।
আমার দুঃখ এখানে নিজের কুকুরদেরকে এতো ভালবাসলেন আর নিজেকেই ভালবাসতে পারলেন না। অবলা প্রানীকে এতো ভালবাসলেন : আর নিজের এতো উদাসীন কেন ছিলেন দাদা !
কেন এমন করলেন দাদা?

আমিতো আপনাকে কোনোদিনও ভূলতে পারব না।
দাদা,আর লিখতে পারছি না.......

আপনি ওপারে অনেক শান্তিতে থাকুন।
_____________________________

ডা.বেলায়েত হোসেন ঢালী
শিশুরোগ বিশেষজ্ঞ । চট্টগ্রাম।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়