Ameen Qudir

Published:
2018-06-20 19:16:28 BdST

বাবার জন্যে বীকন ফার্মার  ভালবাসার ভিডিও


 


ইতোমধ্যেই ভিডিওটি ইউটিউব ও ফেসবুক শেয়ার মিলিয়ে লাখো শ্রোতা দর্শকের মন ভরিয়ে দিয়েছে বাবার প্রতি ভালবাসায়।

ডাক্তার প্রতিদিন __________________

বাবাকে নিয়ে ভিডিওটিতে শ্রোতাদের মুগ্ধ করলেন বীকন ফার্মার নিবেদিত প্রাণ সংস্কৃতিসেবীরা। বীকনের এমন ভিডিও নতুন কিছু নয়। তাদের বেশ কিছু ভিডিও ক্লিপ মন ছুঁয়েছে শ্রোতাদের। দর্শকদের।


আমাদের শৈশব থেকে কৈশোরে যে মানুষ টিকে সকাল সন্ধ্যা দেখে এসেছি,
জীবনের বোঝাপোড়া টেনে চলা একই রুটিনে, ক্লান্ত...
অথচ বেহিসেবী ভালোবাসা আর ভীষণ মায়ার নিরন্তর এক মুখচ্ছবি তে....
তিনি তো "বাবা" ৷
শাসনে আদরে দেখা সব থেকে নিভৃত মানুষ ৷ যিনি না থেকেও প্রবলভাবে থাকেন ছায়ার মতন, নিঃশব্দে...নির্ভরতায়...
ভালো থাকুক সকল বাবারা...।

এবারে বাবাকে নিয়ে ভিডিওতে যেমন রয়েছে গভীর আবেগ , ভালবাসা। তেমনি সুর সংযোজনা আর সঙ্গীত আয়োজন। সবমিলিয়ে দারূন এক ব্যাপার।
ইতোমধ্যেই ভিডিও ইউটিউব ও ফেসবুক শেয়ার মিলিয়ে লাখো শ্রোতা দর্শকের মন ভরিয়ে দিয়েছে বাবার প্রতি ভালবাসায়।

ভিডিওর মূল গল্প বাপ্পা সরকারের লেখা। বরাবরের মত। পরিচালক : আসিফ চৌধুরী, ক্রিয়েটিভ ডিরেক্টর: হাসান রেজাউল, এক্সিকিউটিভ প্রোডিউসার: সাদমান হাসান, সিনেমাটোগ্রাফার: মেহেদী রনি,
স্ক্রিপ্ট: বাপ্পা সরকার, কানিজ ফারহানা সুধা, আর্ট ডিরেক্টর: অমিত রায় শান্ত, সংগীত: ইমন চৌধুরী, বিভিন্ন চরিত্রে: রেসাদ শুভ, খালেকুজ্জামান, শেলী আহসান, সামির খান, প্রিয়া, রিফাতুল হক, শামীম আহমেদ শাকিল, সুদীপ্ত ব্যানার্জী, শফিক উদ্দিন, হাজ্জাজ ইউসুফ

ব্রিটিশ মতানুযায়ী প্রতি বছর জুন মাসের তৃতীয় রবিবারে 'পিতৃদিবস' (Father's Day) পালিত হয়। বাংলাদেশেও এরই অনুসরণে ঐ দিন যা এ বছর ১৭ জুন তারিখে পালিত হচ্ছে।

পৃথিবীর বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন তারিখে 'পিতৃদিবস' (Father's Day) পালিত হয়।

 

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়