Ameen Qudir

Published:
2018-06-12 20:17:22 BdST

সর্বোত্তম কাজ জীবন বাঁচাতে জাকাত দিন


 

 

একটি মানবিক প্রতিবেদন
_________________________

রাসেল গাজী ফেরি করে মাছ বিক্রি করেন। তার তিন সন্তানের মধ্যে দুইজন থ্যালাসিমিয়াতে আক্রান্ত।


বড় মেয়ে তানজিলার তিন মাস বয়সে থ্যালাসিমিয়া ধরা পড়ে, তারপর থেকে চলছে চিকিৎসা। এখন তার বয়স ১০ বছর। ছোট ছেলে সালমান গাজী-র ও প্রতিমাসে রক্ত লাগছে।


দুই সন্তানের চিকিৎসা করাতে গিয়ে প্রায় নিঃস্ব হতে বসেছেন রাসেল গাজী। মাছ বিক্রি করে মাসে ৬ থেকে ৭ হাজার টাকা আয় করলেও দুই সন্তানের পেছনে খরচ হয় ৮ থেকে ১০ হাজার টাকা। আয়ের চেয়ে চিকিৎসা খরচ বেশি হয়ে যাওয়ায় রাসেল গাজী ঋণের জালে জর্জরিত।


প্রতি মাসেই ধার করতে হয়, দিনে দিনে সে ধারের টাকা বেড়েই চলেছে। রাসেল গাজী জানেন না, কীভাবে এই ধারের টাকা শোধ করবেন।


তাই রাসেল গাজী হাত পেতেছেন সমাজের বিত্তবানদের কাছে, যাতে অন্তত তার বাচ্চা দুটির চিকিৎসা খরচ মেলে।


------------------

আপনার যাকাতের অর্থ থ্যালাসিমিয়া ফাউন্ডেশনের জাকাত ফান্ডে দান করুন। রাসেল গাজীর মত অভিভাবকদের সহায় হোন।

১) অনলাইনে ভিসা বা মাস্টারকার্ডের মাধ্যমে দান করতে ভিজিট করুন- www.thals.org/zakat

২) ব্যাংক একাউন্ট -
বাংলাদেশ থ্যালাসিমিয়া ফাউন্ডেশন (জাকাত ফান্ড)
একাউন্ট নং- ১০০৭২৭৬২৯৩০০১
আই.এফ.আই.সি ব্যাংক, শান্তিনগর শাখা, ঢাকা

৩) বিকাশের মাধ্যমে দান করতে 01729284257 নম্বরে টাকা পাঠান। এক্ষেত্রে বিকাশ মেনুর “Payment” অপশন ব্যবহার করুন।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়