Ameen Qudir

Published:
2018-05-23 01:10:10 BdST

ডাক্তার রুগীর কথা শোনে না


 


ডা. আসিয়া চৌধুরী
___________________________

১.
অনুপম সিংহ আসছেন ডায়াবেটিস এর চিকিৎসা নেবার উদ্দে শ্যে।ডায়াবেটিস তার ২১.৮।অনেকদিন ইনসুলিন আর এন্টিডায়াবেটিক ড্রাগ নেন।ডাক্তার জিজ্ঞাস করায় বললেন ৩দিন থেকে বন্ধ আছে।
ডাঃ ইনসুলিন বন্ধ করেছেন কেন?
রুগী :কেনা হয় নাই তাই।
ডাঃ ইনসুলিন বাদ দেয়া ঠিক হয় নাই।আপনি তো অনেক দিন ই ইনসুলিন করেন।শেষ হবার পর কিনে নিতে হত।
রুগী :কিনেছি তো।৩দিন থেকে করছি।
ডাঃ আপনি যে বললেন ৩দিন থেকে করেন না!
রুগী :হুম ৩দিন করি নি তো।
ডাঃ আচ্ছা বাদ দেন।আজ,কাল,পরশু,তার আগের দিন করেছেন তো?
রুগী :হুম করেছি।
[রুগী ঠিক খুশি হলনা।কারন ডাক্তার তার কথা শুনেনি তার ভাষ্যমতে]


ডাঃ কি সমস্যা?
রুগী :পায়ে
ডা:ব্যাথা?
রুগী :ছোট বেলায় মামার বাড়ি গিয়েছিলাম।মাটির বাড়ি।
ডা:পড়ে গিয়েছিলেন?
রুগী :না। পাশেই মামার শ্বশুর বাড়ি।ওদের আবার ২তলা মাটির বাড়ি।সিড়ও আছে আবার মই ও আছে।আমি আবার মই দিয়ে উঠতাম।
ডাঃ মই থেকে পড়ে গিয়েছিলেন?
রুগী : না।পাশে একটা নদী আছে।
ডা:নদী তে পড়ে গিয়ে পা মচকে গেছে?
রুগী :হ্যা।
ডাঃ (ডাক্তার সাহেব জানে বাচলেন,যাক হয়ত পুরান ব্যাথা উঠেছে।কিন্তু না)
রুগী :কিন্তু ঐ ব্যাথা কিছু দিন পর ভাল হয়ে যায়। কিন্তু শুরু হয় চুলকানি।ঐ যে ছিলে গেছিল তার পাশেই।আজ ৫দিন থেকে খুবই চুল্কাচ্ছে।না থাকতে পেরে আজ চলেই আসলাম।
ডাঃ এত দিন পরে আবার চুল্কাচ্ছে!
রুগী :হ্যা তখন কার টা তো আছেই কিন্তু ৫দিন আগে বোলতায় কামড় দিয়েছিল।তাই পুরান চুলকানি টা আবার শুরু হয়েছে
(যাই হোক ডাক্তার সাহেবের পুরো ডায়াগনোসিস ভুল প্রমাণিত হয়ে ব্যাথা থেকে চুলকানিতে পরিণত হয়েছে,অবশ্যি ইনাকে ডাক্তার কথা শুনেন না তার অপবাদ পেতে হবেনা।তবে ফল স্বরুপ বাইরে যে রুগীরা অপেক্ষা করছিলেন তারা এতক্ষনে ভদ্রতার সাথে মারমুখী হয়ে পড়েছেন)......
_______________________________

ডা. আসিয়া চৌধুরী । সুলেখক।Caption
Diabetic Association of Bangladesh,Chapai Nawabgonj

 

 

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়