Ameen Qudir

Published:
2018-05-16 23:21:51 BdST

স্যাটেলাইট রাজনীতি ও কিছু কথা





অধ্যাপক ডা. অমল মিত্র
_________________________


স্যাটেলাইট রাজনীতি শুরু হয়েছে বাংলাদেশে। স্যাটেলাইট কি কাজে লাগবে বা এটা প্রয়োজন কতটা এ ব্যাপারে রাজনৈতিক ব্যাখ্যায় না গিয়ে আমি এর বৈজ্ঞানিক ব্যবহারের কিছু দিক তুলে ধরবো। আবহাওয়ার গতিপ্রকৃতি নির্ণয়, রেডিও-টেলভিশন-মুঠোফোনের সংকেত সরবরাহ, জিপিএস-এর মাধ্যমে রাস্তাঘাট সহজে সনাক্ত করা, কিংবা মিলিটারীর কাজের সহায়তায় স্যাটেলাইটের ব্যবহার হয়ে আসছে সব দেশে। এছা্ড়া স্যাটেলাইটের আর একটি ব্যাপক ব্যবহার স্বাস্থ্য ক্ষেত্রে। স্যাটেলাইট তথ্যের মাধ্যমে রোগের গতি প্রকৃতি জানা যায়, জানা যায় কখন একটি রোগের আক্রমণ বেড়ে যেতে পারে, কিংবা কখন রোগটি মহামারী আকারে ছড়িয়ে পড়তে পারে। দু-একটি উদাহরন দিচ্ছি। কলম্বিয়া ইউনিভার্সিটির বিজ্ঞানী ঢাকার আইসিডিডিআরবি-এর সাথে গবেষণা করে দেখিয়েছেন, স্যাটেলাইট কিভাবে কলেরা রোগের মহামারী আগে থেকে সনাক্ত করতে পারে। মিসিসিপিতে আমাদের একটি গবেষণায় আমরা নাসা-প্রেরিত স্যাটেলাইটের সাহায্যে পরিবেশে বায়ু দুষন কত পরিমান, তার সাথে হাঁপানী রোগ কখন বাড়বে বা কমবে তার real-time পরিমাপ করতে সক্ষম হয়েছি। আমরা আর একটি গবেষণায় breast cancer-এর সাথে বেশ কিছু কারনে পরিবেশ দুষনের সরাসরি সম্পর্ক প্রমান করেছি। এভাবে অনেক বিজ্ঞানী আজ স্যাটেলাইট তথ্যের মাধ্যমে ক্যানসার সহ বিভিন্ন রোগের অবস্থা জেনে আগে থেকে রোগ প্রতিরোধের জন্য স্বাস্থ্য-কর্মকর্তাদের সাহায্য করতে পারেন। আশাকরি বাংলাদেশ-সহ অনেক উন্নয়নশীল বা স্বল্প-উন্নত দেশে স্বাস্থ্যক্ষেত্রে স্যাটেলাইটের ব্যবহার উত্তরোত্তর বাড়বে।

________________________________

অধ্যাপক ডা. অমল মিত্র। কবি ও সুলেখক।
১৯৭৮ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে তিনি ডাক্তারী পাশ করেন। বর্তমানে আমেরিকার মিসিসিপি অংগরাজ্যে স্থায়ী বসবাস। সেখানকার এক বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপনা করেন।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়