Ameen Qudir

Published:
2018-04-15 15:31:30 BdST

মানুষ মারার কারখানা: বিপ্লবী জনগন চিকিৎসা নিতে দলে দলে এই পলিক্লিনিকে যাবে


 



ডা. রেজোয়ানুল হক
_________________________________

মাল্টি স্পেশালিস্ট পলি ক্লিনিক । মহা সমারোহে ওপেনিং হতে যাচ্ছে। বিরাট বিশাল ডিগ্রিধারী কথিত ডাক্তাররা এই ভয়ংকর পলি ক্লিনিকে থাকবে।
বিজ্ঞাপন দেখে সত্যিই ভিরমি খাওয়ার দশা। এটা আল্লার গজব নাকি !
বিজ্ঞাপনের কথিত ডাক্তারদের বিভিন্ন রোগের নাম ও বানানের বহর দেখলেই এদের কেরামতির আলামত টের পাওয়া যাচ্ছে।
টিবি কে লিখেছে , টিভি। কে জানে , কোন রোগী যদি ( আল্লা না করুক ) যদি আস্ত টিভি খেয়ে ফেলে; তবে নিশ্চয়ই এদের কাছে যাবে। এই পলিক্লিনিক সেরকম টিভি রোগীদের জন্য দরজা খুলে বসে আছে।
অন্য বানানগুলো দেখে নিন। তারা সত্যকে লুকাচ্ছে না। কেননা, রোগ ও বিশেষজ্ঞদের বানান দেখে বোঝা যাচ্ছে এরা অন্য কোন জগতের চিকিৎসা দেবে।

কি ভাবছেন , এসব পলি ক্লিনিকে রোগী যাবে না। বিজ্ঞাপন দেয়ার টাকা জলে গেল।
নাহ। আমার তা মনে হয় না। বরং এমবিবিএস ডাক্তারদের এক হাত দেখে নিতে বিক্ষুব্ধ বিপ্লবী জনগন দলে দলে এই পলিক্লিনিকে যাবে।
সেখানে লাখ টাকা খরচ করবে। বিপ্লবী চিকিৎসা নেবে। লাখ লাখ টাকা খরচের পর তাদের উপলব্ধি হবে , ভুল জায়গায় এসেছে। তারপর জীবন বাঁচাতে আসবে এমবিবিএসদের কাছে। বলবে, আপনারাই পরম ভরসা। আমাদের জীবন বাঁচান। আসবে জেনারেল মেডিকেল কলেজে।
এমবিবিএস ডাক্তাররা তাদের জীবন বাঁচাবেও সর্বাত্মক চেষ্টা করে।
আর অকৃতজ্ঞ রা কি করবে!
তারা এক হাতে সুচিকিৎসা নেবে। আর গলা ফুলিয়ে শ্লোগান দেবে, কসাই ডাক্তার। কসাই ডাক্তার। নিপাত যাক।
কসাই ডাক্তার নিপাত গেলে দেশে এরকম মানুষ মারার কারখানার সংখ্যা বাড়বেই ।
_______________________________

ডা. রেজোয়ানুল হক। ঢাকা।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়