Ameen Qudir

Published:
2018-03-19 16:38:43 BdST

ডাক্তাররা রোগীকে মেরে ফেলতে চান না: রোগীর জন্য অনেক ঝুঁকি নিয়ে কাজ করেন:প্রধানমন্ত্রী


ফাইল ছবি।

ডেস্ক রিপোর্ট
____________________

দেশের বিভিন্ন গনবিরোধী মহলের ডাক্তার বিরোধী প্রোপাগান্ডার বিরুদ্ধে সমুচিত জবাব দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । পরিস্কার জানিয়ে দিলেন,কোনো ডাক্তার কখনওই রোগীকে মেরে ফেলতে চান না । মরণাপন্ন রোগীর চিকিৎসায় নিয়োজিত ডাক্তাররাও অনেক ঝুঁকি নিয়ে কাজ করেন।

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত তৃতীয় ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন-এর উদ্বোধনী অনুষ্ঠানে রোববার প্রধান অতিথি হিসেবে বক্তব্যদান কালে প্রধানমন্ত্রী একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন,ডাক্তারের ভালো ব্যবহারে রোগী অর্ধেক ভালো হয়ে যায় ।এর মধ্য দিয়ে রোগীর মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয়। আমাদের চিকিৎসকদের সেভাবেই তৈরি হতে হবে। শুধু ওষুধ খাওয়ালেই মানুষ সুস্থ হয় না।
তিনি বলেন,
রোগী একটু অসুস্থ হলেই বলে, আইসিইউ’তে নিলেই ভালো হয়ে যাবে। এমন ধারনা রোগীর আত্মীয়দের। কিন্তু সব রোগী আইসিইউ’তে নেয়ার মতো না। আবার রোগী মারা গেলে ভাংচুর করে, ডাক্তারকে ধরে পিটায়। এ কেমন কথা? কোনো ডাক্তার তো রোগীকে মেরে ফেলতে চান না। বাঁচাতে চান।

তিনি বলেন: মরণাপন্ন রোগীর চিকিৎসায় নিয়োজিত ডাক্তাররাও অনেক ঝুঁকি নিয়ে কাজ করেন। তখন নিজেরাও কতটা ঝুঁকিমুক্ত থাকা যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তবে রোগীদের চিকিৎসাকে সবার আগে গুরুত্ব দিতে হবে।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়